advertisement
1/6

ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছা রয়েছে? সুবর্ণ সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর সঙ্গেই মাসে প্রায় ৬০ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ ৷ দেশের সব থেকে বড় ব্যাঙ্ক ভারতের ৮ রাজ্যে ব্যাঙ্ক মিত্র পদে কর্মী নিয়োগ করছে ৷
advertisement
2/6
আসুন জেনে নেওয়া যাক কী এই ব্যাঙ্ক মিত্র? ব্যাঙ্ক দুরদুরান্তে বা গ্রামীণ এলাকায় যেখানে ব্যাঙ্ক নেই, সেখানেও ব্যাঙ্ক নিজের পরিষেবা পৌঁছনোর জন্য ‘ব্যাঙ্ক মিত্র’-কে নিয়োগ করে ৷ এই ব্যাঙ্ক মিত্র গ্রামীণ এলাকায় গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কাজ করে ৷ প্রান্তীয় এলাকার বাসিন্দাদের অ্যাকাউন্ট খোলা থেকে টাকা জমা ও তোলাতে সাহায্য করে ব্যাঙ্ক মিত্র ৷
advertisement
3/6
দেশে এই মুহূর্তে ১.২৫ লাখ লোক এসবিআই-এর ব্যাঙ্ক মিত্র হিসেবে কাজ করে ৷ যাদের এই মুহূর্তে ন্যূনতম মাসিক আয় ২০০০- ৫০০০ টাকা ৷ এছাড়া গ্রাহকদের প্রতিটি ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট কমিশন জমা পড়ে ব্যাঙ্ক মিত্রের বেতনে ৷ যার মোট অঙ্ক কখনও কখনও ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে ৷
advertisement
4/6
এই মূহূর্তে উত্তরপ্রদেশে ৪৩, মহারাষ্ট্রে ২৬১, বিহারে ১৮, দিল্লিতে ১২০ জায়গায়, ছত্তিশগড়ে ২৪টি জায়গায়, অসমে ৬৪, অরুণাচলে ১৫ এবং অন্ধ্রপ্রদেশে ১৬টি জায়গায় ব্যাঙ্ক মিত্র নিয়োগ করছে SBI ৷
advertisement
5/6
এই ব্যাঙ্ক মিত্র পদে যে কেউ আবেদন করতে পারেন ৷ তবে তাঁর জন্য বয়স হতে হবে ১৮ বছরের বেশি ৷ এমনকি রিটায়ার্ড ব্যাঙ্ক কর্মী, অবসরপ্রাপ্ত সেনা, শিক্ষক, গৃহবধূ যে কেউই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত ৷
advertisement
6/6
আবেদনের জন্য দরকার সরকার প্রদত্ত পরিচয় পত্র ৷ যেমন- আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ৷ এছাড়া দরকার ঠিকানার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট এবং পাসপোর্ট ফটো ৷ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য লগ ইন করুন https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/business-correspondent-bc-arrangement