সানিয়া মির্জা-শোয়েব মালিকের বিয়ে ভাঙছে! পরকীয়ায় মজে বর, মনমরা টেনিস সুন্দরী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sania Mirza-Shoaib Malik Divorce: ভালবাসার টানে ভারত ছেড়ে পাকিস্তান চলে যান সানিয়া মির্জা। সেই ভালবাসা তাঁকে ঠকাল!
advertisement
1/6

ভালবাসার জন্য দেশ ছেড়েছিলেন তিনি। এবার সেই ভালবাসা তাঁকে ঠকাল। এবার কি তা হলে আবার দেশে ফিরবেন সানিয়া মির্জা! কারণ, একাধিক রিপোর্ট বলছে, শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিয়ে ভাঙার মুখে।
advertisement
2/6
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, শোয়েব মালিক পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। আর সেটাই মানতে পারছেন না ভারতীয় টেনিস সুন্দরী।
advertisement
3/6
মনমরা অবস্থা সানিয়ার। আর মনের সেই অবস্থা গত কয়েকদিন ধরে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট-এর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন সানিয়া। তবে শোয়েবের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে এখনও তিনি একটি কথাও বলেননি।
advertisement
4/6
ছেলে ইজান মালিক মির্জাকে নিয়ে একটি পোস্টে সানিয়া সম্প্রতি লিখেছিলেন- জীবনের কঠিন সময়ে এই মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল। জানা যাচ্ছে, আলাদা থাকলেও দুজনেই ছেলের দায়িত্ব নেবেন।
advertisement
5/6
পাক সংবাদমাধ্যমের একাংশ বলছে, একটি টেলিভিশন শো-তে গিয়ে কোনও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান শোয়েব। আর তা নিয়েই সানিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার মুখে।
advertisement
6/6
সানিয়া বা শোয়েব, কেউই এই সম্পর্ক ভাঙার ব্যাপারে এখনও মুখ খোলেননি। তবে জানা যাচ্ছে, ছেলে ইজহানের কোপ্যারেন্টিং-এর জন্য তাঁরা ইতিমধ্যে ভাবনা-চিন্তা শুরু করেছেন।