'বউ' রাশিয়ান গুপ্তচর...? আচমকা ছেলে নিয়ে উধাও বিদেশিনী পুত্রবধূ, সুপ্রিম কোর্টে চন্দননগরের বসু পরিবার, অভিযোগ মারাত্মক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Russian Bride: চমকে দেওয়া এক অভিযোগ সুপ্রিম কোর্টে। চন্দননগরের বসু পরিবারের আশঙ্কা, পুত্রবধূ ভিক্টোরিয়া জিগালিনা একজন রাশিয়ান গুপ্তচর। আর সেই ভিক্টোরিয়াই তাঁদের পাঁচ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন! সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্বামী ও পরিবার।
advertisement
1/6

চমকে দেওয়া এক অভিযোগ সুপ্রিম কোর্টে। চন্দননগরের বসু পরিবারের আশঙ্কা, পুত্রবধূ ভিক্টোরিয়া জিগালিনা একজন রাশিয়ান গুপ্তচর। আর সেই ভিক্টোরিয়াই তাঁদের পাঁচ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন! সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্বামী ও পরিবার।
advertisement
2/6
সূত্রের খবর, সৈকত বসু—চন্দননগরের বাসিন্দা, কর্মসূত্রে একসময় ছিলেন চিনে। সেখানেই পরিচয় হয় রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার সঙ্গে। পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে।
advertisement
3/6
দেশে ফেরার পর জানা যায়, ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’-র (একদা কেজিবি) প্রাক্তন আধিকারিক। বসু পরিবারের সন্দেহ, ভিক্টোরিয়াও ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত।
advertisement
4/6
সৈকতের দাবি, বিয়ের পর ভিক্টোরিয়া তাঁকে বারবার ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসুর পরিবার সে অনুরোধে সাড়া না দিলে ভিক্টোরিয়া সন্তানের হেফাজতের জন্য সুপ্রিম কোর্টে যান।
advertisement
5/6
কিন্তু এরইমধ্যে মামলার মাঝপথেই সন্তানকে নিয়ে হঠাৎ উধাও হয়ে যান ভিক্টোরিয়া। বসু পরিবারের আশঙ্কা, তিনি পুত্রকে নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছেন। এখন একটাই দাবিতে সরব বসু পরিবার—বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে যেন সন্তানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।
advertisement
6/6
একদিকে সন্তানের ভবিষ্যৎ, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের সম্ভাব্য জটিলতা—এই দোলাচলে দাঁড়িয়ে আজ চন্দননগরের বসু পরিবারের জীবনযাত্রা রীতিমতো থমকে গিয়েছে। তবে, আদালতের সিদ্ধান্তই বলে দেবে, আদৌ সন্তানকে ফিরে পাবেন কি না সৈকত।