TRENDING:

Gaya RRB Exam Protest: রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, গয়ায় ট্রেনে আগুন দিল বিক্ষোভকারীরা! দেখুন

Last Updated:
গয়া স্টেশন-সহ একাধিক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা (Gaya RRB Exam Protest)।
advertisement
1/10
রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, গয়ায় ট্রেনে আগুন দিল বিক্ষোভকারীরা! দেখুন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির গ্রুপ ডি বিভাগে কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগ ঘিরে বুধবারও উত্তাল বিহারের গয়া (Gaya RRB Exam Protest)।
advertisement
2/10
গয়া স্টেশন-সহ একাধিক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা (Gaya RRB Exam Protest)। বিক্ষোভ এমন আকার ধারণ করে যে, পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারীদের।
advertisement
3/10
এদিনই সকালে গয়া-সহ একাধিক জায়গায় প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্রদের একাংশ (Gaya RRB Exam Protest)। গতকালও পটনা, মুজফ্ফরপুর, আড়া ইত্য়াদি জায়গায় দফায় দফায় অশান্তি হয়।
advertisement
4/10
বুধবার সবথেকে বেশি বিক্ষোভ ছড়ায় গয়াতে। সেখানে বিক্ষুব্ধ ছাত্ররা দফায় দফায় বিক্ষোভ দেখায়। গয়া রেলওয়ে স্টেশন চত্বরে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ে শিক্ষার্থীরা।
advertisement
5/10
উত্তেজিত শিক্ষার্থীরা ইয়ার্ডে দাঁড় করা যাত্রীবাহী ট্রেনে আগুনও ধরিয়ে দেয়। জ্বলন্ত ট্রেনের বগিতে আগুন নেভানোর জন্য দমকল আসে সেখানে। 
advertisement
6/10
দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভকারী-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশকে নিশানা করে ব্যাপক ইটবৃষ্টি হয়। পালটা লাঠি চালায় পুলিশ। দু'পক্ষেরই বেশ কয়েকজন জখম হয় বলে অভিযোগ।
advertisement
7/10
রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গয়া স্টেশন। সকাল থেকে অবরোধ চলে পাটনা-গয়া রেলপথে। ফলে আটকে পড়ে অনেক ট্রেন।
advertisement
8/10
এদিন কয়েক হাজার যুবক বিক্ষোভ দেখান বিহারের জাহানাবাদ স্টেশনেও। বিক্ষোভকারীদের কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা। জাতীয় সংগীত গাইতেও শোনা যায়।
advertisement
9/10
বিহারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগে চলছে ওই বিক্ষোভ। চাকরিপ্রার্থীরা গত দু’দিন ধরে তুমুল বিক্ষোভ দেখান পাটনার কাছে রাজেন্দ্রনগরে। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি-কলকাতা রেলপথ।
advertisement
10/10
ছাত্রদের এমন বিক্ষোভ-আন্দোলনের জেরে RRB NTPC CBT 2 এবং গ্রুপ D CBT 1 পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি বোর্ড শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কমিটিও গঠন করেছে বলে খবর। যারা পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখে তারপর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে। 
বাংলা খবর/ছবি/দেশ/
Gaya RRB Exam Protest: রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, গয়ায় ট্রেনে আগুন দিল বিক্ষোভকারীরা! দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল