Gaya RRB Exam Protest: রেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, গয়ায় ট্রেনে আগুন দিল বিক্ষোভকারীরা! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গয়া স্টেশন-সহ একাধিক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা (Gaya RRB Exam Protest)।
advertisement
1/10

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির গ্রুপ ডি বিভাগে কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলে অনিয়মের অভিযোগ ঘিরে বুধবারও উত্তাল বিহারের গয়া (Gaya RRB Exam Protest)।
advertisement
2/10
গয়া স্টেশন-সহ একাধিক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা (Gaya RRB Exam Protest)। বিক্ষোভ এমন আকার ধারণ করে যে, পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারীদের।
advertisement
3/10
এদিনই সকালে গয়া-সহ একাধিক জায়গায় প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্রদের একাংশ (Gaya RRB Exam Protest)। গতকালও পটনা, মুজফ্ফরপুর, আড়া ইত্য়াদি জায়গায় দফায় দফায় অশান্তি হয়।
advertisement
4/10
বুধবার সবথেকে বেশি বিক্ষোভ ছড়ায় গয়াতে। সেখানে বিক্ষুব্ধ ছাত্ররা দফায় দফায় বিক্ষোভ দেখায়। গয়া রেলওয়ে স্টেশন চত্বরে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ে শিক্ষার্থীরা।
advertisement
5/10
উত্তেজিত শিক্ষার্থীরা ইয়ার্ডে দাঁড় করা যাত্রীবাহী ট্রেনে আগুনও ধরিয়ে দেয়। জ্বলন্ত ট্রেনের বগিতে আগুন নেভানোর জন্য দমকল আসে সেখানে।
advertisement
6/10
দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভকারী-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশকে নিশানা করে ব্যাপক ইটবৃষ্টি হয়। পালটা লাঠি চালায় পুলিশ। দু'পক্ষেরই বেশ কয়েকজন জখম হয় বলে অভিযোগ।
advertisement
7/10
রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গয়া স্টেশন। সকাল থেকে অবরোধ চলে পাটনা-গয়া রেলপথে। ফলে আটকে পড়ে অনেক ট্রেন।
advertisement
8/10
এদিন কয়েক হাজার যুবক বিক্ষোভ দেখান বিহারের জাহানাবাদ স্টেশনেও। বিক্ষোভকারীদের কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা। জাতীয় সংগীত গাইতেও শোনা যায়।
advertisement
9/10
বিহারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগে চলছে ওই বিক্ষোভ। চাকরিপ্রার্থীরা গত দু’দিন ধরে তুমুল বিক্ষোভ দেখান পাটনার কাছে রাজেন্দ্রনগরে। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি-কলকাতা রেলপথ।
advertisement
10/10
ছাত্রদের এমন বিক্ষোভ-আন্দোলনের জেরে RRB NTPC CBT 2 এবং গ্রুপ D CBT 1 পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি বোর্ড শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কমিটিও গঠন করেছে বলে খবর। যারা পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখে তারপর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে।