দেখে নিন সুষমা স্বরাজের অদেখা কিছু ছবি !
Last Updated:
১৯৯৮ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে সুষমা স্বরাজ হন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।
advertisement
1/8

১২ অক্টোবর ১৯৮৮ সালে দিল্লির মখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর সুষমা স্বরাজকে অভিনন্দন জানাচ্ছেন রাজ্যপাল বিজয় কুমার ৷
advertisement
2/8
১৯৯৮ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে সুষমা স্বরাজ হন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। শপথগ্রহণের একটি অদেখা ছবি ৷
advertisement
3/8
৮ মে, ১৯৯৮ তথ্য-সম্প্রচারমন্ত্রী হন সুষমা স্বরাজ ৷
advertisement
4/8
কখনও স্বাস্থ্যমন্ত্রী। কখনও লোকসভার বিরোধী দলনেতা। কখনও আবার বিদেশমন্ত্রী।
advertisement
5/8
ইন্দিরা গান্ধির পর সুষমা স্বরাজই দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্রী ৷ ২০১৪ সালে তিনি বিদেশমন্ত্রীর দায়িত্ব নেন।
advertisement
6/8
১৯ এ আর ভোটে লড়েননি। তবে, সংসদ তাঁকে মনে রাখবে। তাঁর মতো বক্তা যে লোকসভা-রাজ্যসভা কমই দেখেছে। হিন্দিতে তাঁর তুখোড় বক্তৃতা প্রতিপক্ষের নেতারাও মন দিয়ে শুনতেন। ছাত্র অবস্থা থেকেই হিন্দিতে সুবক্তা ছিলেন সুষমা স্বরাজ।
advertisement
7/8
২০১৬ সালে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন ৷ শারীরিক অসুস্থতার কারণে এবারের লোকসভা নির্বাচনে তিনি লড়েননি ৷
advertisement
8/8
সনিয়া গান্ধি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার চরম বিরোধীতা করেছিলেন তিনি ৷ সরকারে থাকুন বা বিরোধী শিবিরে, সুষমার সঙ্গে প্রতিপক্ষ দলের নেতাদের সবসময়েই সুসম্পর্ক। সংসদের দাঁড়িয়ে তুমুল আক্রমণ। কিন্তু, বাইরে সখ্য। তা সে সনিয়া গান্ধি হোন বা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা শীলা দীক্ষিত।