TRENDING:

Ayodhya Railway Junction: রাম মন্দিরে আদলে সেজে উঠছে অযোধ্যার রেল জংশন! খরচের অঙ্ক কত কোটি জানেন? দেখে নিন ছবি

Last Updated:
রাম মন্দিরের অনুকরণে সেজে ওঠা এই রেলওয়ে জংশনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
1/5
রাম মন্দিরে আদলে সেজে উঠছে অযোধ্যার রেল জংশন! খরচের অঙ্ক কত কোটি জানেন? দেখে নিন
রাম মন্দিরের আদলে সেজে উঠছে অযোধ্যার রেলওয়ে জংশন৷ সূত্রের খবর অনুযায়ী রাম মন্দিরের অনুকরণে সেজে ওঠা এই রেলওয়ে জংশনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
2/5
অযোধ্যা রেলওয়ে জংশনকে একেবারে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে৷ উত্তরপ্রদেশের অন্যতম সেরা রেলওয়ে জংশন হতে এটি৷
advertisement
3/5
সুবিশাল এই জংশনে যাত্রীরাও পাবেন অসংখ্য সুবিধা৷ এই জংশন গড়ে তুলতে প্রায় ৬২০ কোটি টাকা খরচ করেছে রেলমন্ত্রক৷
advertisement
4/5
কর্মকর্তারা জানিয়েছেন অযোধ্যার এই রেলওয়ে জংশনের কাজ ২০১৯ সালে জোর কদমে শুরু হয়৷ তবে বিরাট মাপের এই প্রকল্পটিকে সম্পূর্ণ করতে এতে দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে৷ প্রথম ধাপে একটি নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে৷
advertisement
5/5
বিশাল এই ভবনটি গড়ে তোলার পরে দ্বিতীয় পর্যায়ে প্লাজা নির্মাণ, লিফট, এসকেলটর, এয়ার কনকোর্স-সহ যাত্রীদের সুবিধার্থে থাকা অন্যান্য আনুষঙ্গিক কাজগুলিকে সম্পন্ন করা হয়৷
বাংলা খবর/ছবি/দেশ/
Ayodhya Railway Junction: রাম মন্দিরে আদলে সেজে উঠছে অযোধ্যার রেল জংশন! খরচের অঙ্ক কত কোটি জানেন? দেখে নিন ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল