Ram Mandir Decoration: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সামনে এল ফুল-আলোতে সাজানো রাম মন্দিরের অপূর্ব দৃশ্য! রইল সব ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Ram Lalla Pran Pratisthan: প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আগে আলোকসজ্জায় সাজানো হয়েছে রাম মন্দির। রাম মন্দিরসহ পুরো অযোধ্যাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ১৬ জানুয়ারি থেকে অযোধ্যায় শ্রী রামলালার জীবনের পবিত্রতা সম্পর্কিত আচার-অনুষ্ঠান চলছে।
advertisement
1/6

ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহ৷ বাইরের চত্বরেও রয়েছে ফুলের সজ্জা৷ মন্দিরের স্তম্ভ, ছাদ ও দেয়ালে ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
advertisement
2/6
২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে শ্রী রামলালার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাম মন্দিরসহ পুরো অযোধ্যাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ১৬ জানুয়ারি থেকে অযোধ্যায় শ্রী রামলালার জীবনের পবিত্রতা সম্পর্কিত আচার-অনুষ্ঠান চলছে।
advertisement
3/6
মন্দিরের স্তম্ভ, ছাদ ও দেয়ালে ফুলের শৈল্পিক নিদর্শন তৈরি করা হয়েছে, যা পরিবেশকে করে তুলেছে ঐশ্বরিক ও পবিত্র। এছাড়াও মন্দিরের উপরের অংশটিও অত্যন্ত সুন্দর শৈলীতে সাজানো হচ্ছে। এ কাজে অনেক কর্মচারী মোতায়েন করা হয়েছে।
advertisement
4/6
প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের আগে আলোকসজ্জায় সাজানো হয়েছে রাম মন্দির। রাতের এই দৃশ্য বিস্ময়ের চেয়ে কম নয়। জমকালো অনুষ্ঠানের আগে মন্দিরের সৌন্দর্যের পাশাপাশি আশপাশের জায়গাগুলোও দেখার মতো।
advertisement
5/6
বিশেষ পুজোর পর শ্রী রামলালাকে গর্ভগৃহে উপবিষ্ট করা হবে। তবে আগে থেকে শুরু হয়েছে নানা কার্মকাণ্ড শুক্রবার, ১৯ জানুয়ারি, বিশ্বের বৃহত্তম প্রদীপগুলিও অযোধ্যায় জ্বালানো হয়েছিল। যার ব্যাস ছিল প্রায় ৩০০ ফুট। এটি ১০০৮ টন মাটি দিয়ে তৈরি করা হয়। এই প্রদীপ একটানা জ্বালাতে প্রায় ২১ হাজার লিটার তেল ব্যবহার করা হবে।
advertisement
6/6
শুধু দেশেই নয়, বিদেশেও বসবাসকারী ভারতীয়দের মধ্যে রয়েছে রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উৎসাহ৷ রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন দেশজুড়ে রাম জ্যোতি জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে। শুধু দেশেই নয়, বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।