TRENDING:

কৃষি বিলের বিরোধিতায় সারারাত ধর্না, সকালে চা খাওয়ালেন সেই ডেপুটি চেয়ারম্যান

Last Updated:
এদিন সকালে রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং গান্ধীমূর্তির পাদদেশে বসা এই সাংসদদের সঙ্গে দেখা করতে যান।
advertisement
1/6
কৃষি বিলের বিরোধিতায় সারারাত ধর্না, সকালে চা খাওয়ালেন সেই ডেপুটি চেয়ারম্যান
করোনা অতিমারীর ভয়কে দূরে রেখে সংসদ চত্বরকেই আন্দোলনমঞ্চ বানিয়ে ফেললেন বিরোধীরা। সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরোধিতা করে রাত জেগে ধর্না চালালেন রাজ্যসভায় সাসপেন্ড হওয়া আট সাংসদ।
advertisement
2/6
এদিন সকালে রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং গান্ধীমূর্তির পাদদেশে বসা এই সাংসদদের সঙ্গে দেখা করতে যান। নিজের হাতে চা খাওয়ান বিক্ষুব্ধ সাংসদদের।
advertisement
3/6
এই ঘটনার ঢালাও প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লেখেন, কাল যারা অপমান করেছে, আক্রমণ করেছে, আজ তাঁদেরই নিজে হাতে তৈরি করে চা কাওয়ানো বড় হৃদয়ের পরিচয়। হরিবংশ নারায়ণ সিং নিজের হৃদয়বত্তার পরিচয় দিলেন।
advertisement
4/6
কৃষি সংক্রান্ত জুটি বিলকে নিয়ে রবিবার রাজ্যসভায় তুলকালাম হয়। এর জেরেই সাসপেন্ড হন আট সাংসদ। তার মধ্যে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, রিপুন বরা, সৈয়দ নাসির হুসেন, রাজীব সাতভ, কে কে রাগেশ ও এলামারাম করিম ও সঞ্জয় সিংহ।
advertisement
5/6
করোনা অতিমারীর ভয়কে দূরে রেখে সংসদ চত্বরকেই আন্দোলনমঞ্চ বানিয়ে ফেললেন বিরোধীরা। সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরোধিতা করে রাত জেগে ধর্না চালালেন রাজ্যসভায় সাসপেন্ড হওয়া আট সাংসদ।
advertisement
6/6
এর পর তাঁরা ধর্নায় বসেন। রাষ্ট্রপতিক কাছে চিঠি দিয়ে এই বিষয়ে কথাবার্তার সময় চেয়েছেন বিরোধিরা। তাঁদের দাবি এই কৃষি বিল বেআইনি। রাষ্ট্রপতিকে এই বিলে সই না করতে অনুরোধ করেছেন তাঁরা।
বাংলা খবর/ছবি/দেশ/
কৃষি বিলের বিরোধিতায় সারারাত ধর্না, সকালে চা খাওয়ালেন সেই ডেপুটি চেয়ারম্যান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল