Weather: প্রচণ্ড গরমের তাপে নষ্ট হয়েছে বহু কুলার-পাখা, ভারতের 'এই' শহরের পরিস্থিতি সাংঘাতিক!
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Major Heatwave: রাজস্থানের এই শহরের পরিস্থিতি ঠিক কেমন তা খুব সহজেই অনুমান করা যাবে যদি একবার নজর রাখা যায় তাপমাত্রার সূচকের দিকে। সকাল সাড়ে ৮টায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৩ ডিগ্রির আশপাশে।
advertisement
1/7

*প্রচণ্ড গরমে ঝলসে যাচ্ছে দেশ। আকাশ থেকে যেন আগুনের গোলা নেমে আসছে। সেখানে রাজস্থানের পরিস্থিতি যে কতটা খারাপ হতে পারে, তা আন্দাজ করা শক্ত নয়। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*চুরু শহরে ভোর কাটতে না কাটতেই আকাশ ভেসে যাচ্ছে গরম হলকায়। প্রচণ্ড গরমে সকাল থেকেই এলাকার মানুষ হাঁসফাঁস করছেন। রোদের তাপ এমনই ভয়ঙ্কর যে কোনও কাজই করতে পারছে না মানুষ। সারা দিনই রাস্তা একেবারে জনশূন্য থাকছে। জনপ্রাণীর দেখা মিলছে না কোথাও। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সাত দিন ধরে পরিস্থিতি এমনই যে প্রচণ্ড গরমের ওই এলাকার বহু কুলার এবং পাখাও নষ্ট হয়ে গিয়েছে। চুরু এলাকায় গত সাত দিন ধরে একটানা সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা। এটাকে রেকর্ড হিসেবেই ধার্য করছে হাওয়া অফিস। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*এই অবস্থায়, বেশির ভাগ মানুষই ঘরের বাইরে পা রাখছেন না। যাঁদের খুব গুরুত্বপূর্ণ কাজে বাইরে বেরতেই হচ্ছে, তাঁরা সঙ্গে তোয়ালে নিয়ে বেরোচ্ছেন, যাতে কিছুটা হলেও গরম থেকে রক্ষা করা যায় শরীরকে। তবে তাতেও নিস্তার নেই। ক্রমশই হাসপাতালে বাড়ছে বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*চুরুর তাপমাত্রা: রাজস্থানের এই শহরের পরিস্থিতি ঠিক কেমন তা খুব সহজেই অনুমান করা যাবে যদি একবার নজর রাখা যায় তাপমাত্রার সূচকের দিকে। ওই এলাকায় সকাল সাড়ে ৮টায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৩ ডিগ্রির আশপাশে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*বেলা সাড়ে ১১টা নাগাদ সেই তাপমাত্রা গিয়ে পৌঁছচ্ছে ৪০ ডিগ্রির কাছে। দুপুর আড়াইটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। রাতেও যে স্বস্তি আছে, এমন নয়। এই এলাকায় রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রির আশেপাশে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*তবে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। অনেকটাই কমেছে চুরুর তাপমাত্রা। বিপর্যয় বহু ক্ষতি করলেও গরমের হাত থেকে স্বস্তি দিয়েছে মানুষকে। বর্তমানে চুরুর তাপমাত্রা নেমেছে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসে। সংগৃহীত ছবি।