Raja Raghuvanshi Case: রাজা রঘুবংশী খু*নে সবচেয়ে বড় পর্দাফাঁস! সোনমকে ২৩৪ বার ফোন করা সঞ্জয় ভার্মা আসলে কে? নাম সামনে আসতেই তাজ্জব পুলিশও
- Published by:Shubhagata Dey
Last Updated:
Raja Raghuvanshi Case: সঞ্জয় ভার্মাকে বিয়ের আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ সোনম গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত দু'শোরও বেশিবার ফোন করেছিল। এবার সেই সঞ্জয় চরিত্রের পর্দাফাঁস করল পুলিশ।
advertisement
1/7

*রাজা রঘুবংশী হত্যা মামলায় এবারে আসল চমক যা এতদিন ভাবতেই পারেননি কেউ...! টানটান এই মামলায় সম্প্রতি নতুন চরিত্র সঞ্জয় ভার্মার প্রবেশ ঘটে। তদন্তে উঠে আসে সেই সঞ্জয় ভার্মাকে বিয়ের আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ সোনম গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত দু'শোরও বেশিবার ফোন করেছিল। এবার সেই সঞ্জয় চরিত্রের পর্দাফাঁস করল পুলিশ।
advertisement
2/7
*কল রেকর্ড খতিয়ে দেখে প্রাথমিক তদন্তে সঞ্জয় ভার্মাকে সোনমের অন্য এক প্রেমিক বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তদন্ত খানিক এগোতেই 'কাহানি মে টুইস্ট'। পুলিশ ফোন নম্বর ট্রেস করে জানতে পেরেছে সেই সঞ্জয় ভার্মা আর কেউ নয়, সোনম রঘুবংশীর প্রেমিক রাজ কুশওয়াহা।
advertisement
3/7
*সোনম ও সঞ্জয় ভার্মার মধ্যে ২৩৪ বার কথোপকথনের কল ডিটেলস পায় পুলিশ।নম্বরটি ট্রু কলারে সঞ্জয় ভার্মার নামে নথিভুক্ত করা হয়েছিল খুবই পরিকল্পিতভাবে। তদন্তে উঠে এসেছে নম্বরটি রাজ কুশওয়াহার বাড়ির ঠিকানায় নিবন্ধিত। মনে করা হচ্ছে, নিজেকে সঞ্জয় ভার্মা বলে পরিচয় দিয়ে সোনমের সঙ্গে কথোপকথন করেছিলেন রাজ কুশওয়াহা।
advertisement
4/7
*রাজার বিয়ে, সোনমের বাগদানের সময়ও এই নম্বরটি ব্যবহার করা হয়েছিল। এরপরই নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। যদিও সঞ্জয় ভার্মার ঘটনায় পুলিশের তরফে কোনও স্বীকৃতি মেলেনি। পুলিশের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
advertisement
5/7
*ইনদওরে রাজা রঘুবংশী হত্যা মামলার তদন্ত চলছে জেট গতিতে। ইনদওরে লাগাতার তল্লাশি চালাচ্ছে শিলং পুলিশের একটি দল। বুধবার শিলং পুলিশের একটি দল ইনদওরে সোনম রঘুবংশীর বাড়িতে পৌঁছয়। সেখানে পুলিশ সোনমের বাবা-মা ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, বাড়িতে আসার আগে গোবিন্দকে বাড়ি থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর গোবিন্দকে নিয়ে বাড়ি ফেরেন। এরপর দেওয়াস নাকায় ফ্ল্যাট ও গোবিন্দের গোডাউনেও তল্লাশি চলে।
advertisement
6/7
*জিজ্ঞাসাবাদের সময় শিলং থানায় উপস্থিত ছিলেন সোনমের ভাই গোবিন্দ। বাড়িতে জিজ্ঞাসাবাদের পর গোবিন্দ জানান, সোনমের আচরণ-সহ একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
advertisement
7/7
*এদিকে, রাজ কুশওয়াহার বাড়িতে যেতে পারে সিট-এর আধিকারিকরা। অভিযুক্ত রাজের বাড়ির কাছেই এদিন স্থানীয়রা সোনমের ফাঁসির দাবি জানান। নাতি অভিযুক্ত হওয়ার পর থেকেই রাজের ঠাকুমা অসুস্থ ছিলেন। থাকতেন উত্তরপ্রদেশের ফতেপুরে। রাজের বোন ও কাকা তাদের সঙ্গে থাকতেন।