Sonam and lover honeymoon case: ৪ বছরের ছোট, ডাকত দিদি বলে, সে-ই প্রেমিক! বরকে মেরেই রাজের সঙ্গে এই কাজ করতে চেয়েছিল সোনম
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Honeymoon murder case: সোনমকে নাকি দিদি বলে ডাকত রাজ। বিভিন্ন সূত্রেই হানিমুনে বরকে খুনের কাণ্ডে ধৃত রাজকে সোনমের প্রেমিক বলে দাবি করা হলেও সেই তত্ত্ব উড়য়ে দিয়েছে রাজের পরিবার।
advertisement
1/5

সোনমকে নাকি দিদি বলে ডাকত রাজ। বিভিন্ন সূত্রেই হানিমুনে বরকে খুনের কাণ্ডে ধৃত রাজকে সোনমের প্রেমিক বলে দাবি করা হলেও সেই তত্ত্ব উড়য়ে দিয়েছে রাজের পরিবার।
advertisement
2/5
রাজের মা এই নিয়ে বলেন, “আমার ছেলে এমন কাজ করতেই পারে না, ও তো ২০ বছরের বাচ্চা”। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোনম রাজকে বলেছিলেন বর রাজাকে হানিমুনের সময় খুন করতে।
advertisement
3/5
শুধু তাই নয়, খুনের পরে ফেসবুকে রাজার প্রোফাইল থেকে একটি পোস্ট করেন সোনাম যা থেকে সন্দেহ বাড়ে তদন্তকারদের। সোনাম রাজার প্রোফাইল থেকে পোস্ট করেন, ‘সাত জনম কা সাথ হ্যায়।’
advertisement
4/5
তবে এখানেই শেষ নয়, বরকে খুন করার পরে আরও বড় পরিকল্পনা ছিল সোনমের। সোনাম নাকি রাজকে জানিয়েছিলেন, বিধবা হলেই বাবাকে রাজি করিয়ে প্রেমিক রাজকে বিয়ে করবেন।
advertisement
5/5
সোনমের পরিকল্পনা ছিল, রাজের সঙ্গে নতুন জীবন শুরু করার। তার আগেই ধরা পড়ে সব পরিকল্পনা জলে যায় রাজ-সোনমের, এমনটাই দাবি তদন্তকারীদের একাংশের।