TRENDING:

Sonam and lover honeymoon case: ৪ বছরের ছোট, ডাকত দিদি বলে, সে-ই প্রেমিক! বরকে মেরেই রাজের সঙ্গে এই কাজ করতে চেয়েছিল সোনম

Last Updated:
Honeymoon murder case: সোনমকে নাকি দিদি বলে ডাকত রাজ। বিভিন্ন সূত্রেই হানিমুনে বরকে খুনের কাণ্ডে ধৃত রাজকে সোনমের প্রেমিক বলে দাবি করা হলেও সেই তত্ত্ব উড়য়ে দিয়েছে রাজের পরিবার।
advertisement
1/5
৪ বছরের ছোট, ডাকত দিদি বলে, সে-ই প্রেমিক! বরকে মেরেই রাজের সঙ্গে এই কাজ করতে চেয়েছিল সোনম
সোনমকে নাকি দিদি বলে ডাকত রাজ। বিভিন্ন সূত্রেই হানিমুনে বরকে খুনের কাণ্ডে ধৃত রাজকে সোনমের প্রেমিক বলে দাবি করা হলেও সেই তত্ত্ব উড়য়ে দিয়েছে রাজের পরিবার।
advertisement
2/5
রাজের মা এই নিয়ে বলেন, “আমার ছেলে এমন কাজ করতেই পারে না, ও তো ২০ বছরের বাচ্চা”। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোনম রাজকে বলেছিলেন বর রাজাকে হানিমুনের সময় খুন করতে।
advertisement
3/5
শুধু তাই নয়, খুনের পরে ফেসবুকে রাজার প্রোফাইল থেকে একটি পোস্ট করেন সোনাম যা থেকে সন্দেহ বাড়ে তদন্তকারদের। সোনাম রাজার প্রোফাইল থেকে পোস্ট করেন, ‘সাত জনম কা সাথ হ্যায়।’
advertisement
4/5
তবে এখানেই শেষ নয়, বরকে খুন করার পরে আরও বড় পরিকল্পনা ছিল সোনমের। সোনাম নাকি রাজকে জানিয়েছিলেন, বিধবা হলেই বাবাকে রাজি করিয়ে প্রেমিক রাজকে বিয়ে করবেন।
advertisement
5/5
সোনমের পরিকল্পনা ছিল, রাজের সঙ্গে নতুন জীবন শুরু করার। তার আগেই ধরা পড়ে সব পরিকল্পনা জলে যায় রাজ-সোনমের, এমনটাই দাবি তদন্তকারীদের একাংশের।
বাংলা খবর/ছবি/দেশ/
Sonam and lover honeymoon case: ৪ বছরের ছোট, ডাকত দিদি বলে, সে-ই প্রেমিক! বরকে মেরেই রাজের সঙ্গে এই কাজ করতে চেয়েছিল সোনম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল