IMD Rainfall Alert: বইবে জোরালো দমকা হাওয়া...! পড়বে শিল...! ১৩ রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা! কেমন থাকবে বাংলার আবহাওয়া? বিরাট Update দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Rainfall Alert: ঘনাচ্ছে নতুন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স! জোড়ায় জোড়ায় ঘূর্ণাবর্ত! ১৩ রাজ্যে ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি সতর্কতা! কী হতে চলেছে মঙ্গলবার? আপডেট জানিয়ে দিল IMD
advertisement
1/9

আবহাওয়ার ব্যাপক বদল চলছে গোটা দেশ জুড়েই। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্তের অভিঘাত ক্রমশ প্রভাব ফেলছে বসন্ত শুরুর মুখেই। বেশ কিছু রাজ্যে চলছে ঝড়-বৃষ্টি-বজ্রপাত। একইসঙ্গে বেশ কিছু জায়গায় জোরালো দমকা হাওয়ার পূর্বাভাস দিল আইএমডি।
advertisement
2/9
আবহাওয়া অধিদফতর তার সর্বশেষ রিপোর্টে জানিয়েছে, একটি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সকে মধ্য-ট্রপোস্ফিয়ারিক পশ্চিমী বায়ুর একটি ট্রফ হিসাবে দেখা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি ২৯°N অক্ষাংশের উত্তরে ৫৫°E দ্রাঘিমাংশ বরাবর অবস্থান করছে।
advertisement
3/9
অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত পূর্ব অসম এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মালদ্বীপ থেকে কেরল হয়ে উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক পর্যন্ত প্রসারিত রয়েছে ঘূর্ণাবর্তটি। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের মধ্য দিয়ে গিয়েছে এই ঘূর্ণাবর্তটি।
advertisement
4/9
অপর একটি ট্রু পূর্ব মধ্য আরব সাগর থেকে উত্তর-পূর্ব আরব সাগর এবং দক্ষিণ গুজরাত হয়ে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
5/9
এরইমধ্যে অশনি সংকেত আবহাওয়ার। একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ২৯ ফেব্রুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলের কাছাকাছি আসতে পারে বলেই পূর্বাভাসে জানিয়েছে IMD
advertisement
6/9
এরই জেরে পরবর্তী ২৪ ঘণ্টায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে দেশের আবহাওয়ায়। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
7/9
দক্ষিণ মধ্যপ্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, ওড়িশা বিদর্ভ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এইসব জায়গায়।
advertisement
8/9
মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিদর্ভ-সহ মধ্যভারতে শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনা বাংলা ওড়িশা ও ঝাড়খণ্ডেও।
advertisement
9/9
পশ্চিম হিমালয়ের উপর দিয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পাশাপাশি এক বা দুই জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কেরল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলে।