ব্যর্থ প্রশাসন, কোমর-সমান জলে ডুবে গিয়েছে রেলপথ-রাজপথ, বাতিল বিমান, স্তব্ধ মুম্বই !
Last Updated:
advertisement
1/6

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বাণিজ্যনগরী । রাস্তায় বিভিন্ন জায়গায় কোমর-সমান জল । শহর জুড়ে ব্যাহত যানচলাচল। বহু জায়গায় জলে ডুবে গিয়েছে রেলপথও।
advertisement
2/6
রেল-লাইনে জল জমে যাওায় ব্যাহত ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। অনেক ট্রেন দেরিতে চলছে।
advertisement
3/6
৫৫টি বিমান বাতিল করা হয়েছে। মুম্বইয়ে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের আবেদন, খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বেরোন।
advertisement
4/6
আজও অতি ভারি বৃষ্টির সতর্কতা মুম্বইয়ে। বেলা ১১.৫৩ নাগাদ জোয়ার আসার কথা।
advertisement
5/6
সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা। শহরবাসীকে পরিস্থিতি অনুযায়ী দিনের প্ল্যান সাজাতে আবেদন পুলিশের
advertisement
6/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পাঁচ-ই জুলাই পর্যন্ত চলবে দুর্যোগ।