Bharat jodo yatra: এই প্রথম! জমাট শীতে টি-শার্ট ছেড়ে জ্যাকেটে মন, বরফ-বৃষ্টিতে ভিজে কাশ্মীরের রাস্তায় হাঁটলেন রাহুল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুতে শুরু হয়েছিল এই যাত্রা। আগামী ৩০ জানুয়ারি জম্মু-কাশ্মীরে 'ভারত জোড়ো যাত্রা' শেষ করবেন রাহুল গান্ধি।
advertisement
1/10

কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'। রাজস্থান, পঞ্জাব, হিমাচল, দিল্লি হয়ে এখন সেই যাত্রা পৌঁছেছে জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার জম্মুতে প্রবেশ করেছে রাহুলের যাত্রা।
advertisement
2/10
উত্তর ভারতে প্রবল শীতের মধ্যেও সামান্য টি-শার্ট পরতেই দেখা গিয়েছিল এই কংগ্রেস নেতাকে। যা নিয়ে চোখ কপালে উঠেছিল অনেকেরই। শুক্রবার অবশেষে তাঁর গায়ে উঠল শীতের পোশাক।
advertisement
3/10
ঝুরো বরফের ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই কংগ্রেসের পতাকা পিছনে রেখে শুক্রবার ভারত জোড়ো যাত্রায় হাঁটতে দেখা গেল রাহুল গান্ধিকে।
advertisement
4/10
জম্মু থেকে লক্ষণপুর হয়ে কাটুয়া, হিরানগর, বানিহাল টানেল হয়ে কাশ্মীর উপত্যকা পর্যন্ত যাবে রাহুলের এই যাত্রা। রাহুল গান্ধির কাশ্মীর সফর ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। দেহরক্ষীদের পাশাপাশি সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও মোতায়েন থাকবে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার বলেছিলেন যে রাহুল গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
advertisement
5/10
রাহুল গান্ধির কাশ্মীর সফর ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। দেহরক্ষীদের পাশাপাশি সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও মোতায়েন থাকবে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার বলেছিলেন যে রাহুল গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
advertisement
6/10
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুতে শুরু হয়েছিল এই যাত্রা। আগামী ৩০ জানুয়ারি জম্মু-কাশ্মীরে 'ভারত জোড়ো যাত্রা' শেষ করবেন রাহুল গান্ধি।
advertisement
7/10
এই যাত্রায় রাহুলের সঙ্গে যোগ দেওয়ার কথা ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও সিপিএম নেতা ইউসুফ তারিগামির।
advertisement
8/10
রাহুলকে শঙ্করাচার্যের সঙ্গে তুলনা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এই নিয়ে ফারুক বলেন, 'কয়েক শতাব্দী আগে শঙ্করাচার্য এখানে এসেছিলেন। তিনি যেই সময়ে হেঁটে এখানে এসেছিলেন, তখন সব জায়গায় শুধু জঙ্গল। কোনও রাস্তা ছিল না। তিনি কন্যাকুমারী থেকে হেঁটে কাশ্মীর এসেছিলেন। আর রাহুল গান্ধী দ্বিতীয় ব্যক্তি যিনি একইভাবে কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করে কাশ্মীরে এসে পৌঁছেছেন।'
advertisement
9/10
সফর শুরুতে জম্মুর লক্ষণপুরে ভারত জোড় যাত্রার জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধি বলেন, "আমার পূর্বপুরুষরা এই ভূমির (জম্মু এবং কাশ্মীর) বাসিন্দা ছিলেন। মনে হচ্ছে আমি বাড়ি ফিরছি। একজন মানুষ যখন তার শিকড়ে ফিরে যায়, তখন সে নিজের এবং দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আমি এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি। আমি জম্মু ও কাশ্মীরের মানুষের দুঃখ জানি।"
advertisement
10/10
এই ভারত জোড়ো যাত্রায় তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং হিমাচল প্রদেশ হয়ে জম্মু ও কাশ্মীরে পৌঁছেছে রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'।