ফুঁসছে কাছেই...শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! ১১০ কিমি বেগে ধেয়ে আসছে, 'ল্যান্ডফল' কবে? কোথায় কী প্রভাব? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Tias Banerjee
Last Updated:
এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। “মন্থা” শব্দের অর্থ থাই ভাষায় ‘সুগন্ধি বা সুন্দর ফুল’। ভারতীয় আবহাওয়া দফতর বলছে এটি একটি “Severe Cyclonic Storm”, দেশ জুড়ে কী হতে পারে এর প্রভাব? জেনে নিন।
advertisement
1/21

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মন্থা’ ঘিরে চরম সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়কে “গভীর নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়”-এ রূপান্তরিত ঘোষণা করা হয়েছে।
advertisement
2/21
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় জারি হয়েছে উচ্চ সতর্কতা। তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম এবং প্রকাশ করা হয়েছে হেল্পলাইন নম্বর। কী হবে কলকাতা-সহ বাংলায়?
advertisement
3/21
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha)-য় রূপান্তরিত হয়েছে। এই ঝড় ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে IMD। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বিভিন্ন জেলায় অত্যন্ত ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা।
advertisement
4/21
শনিবার বিকেলে এটি পোর্ট ব্লেয়ার থেকে ৪৬০ কিমি পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, চেন্নাই থেকে ৯৫০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, এবং কাকিনাডা থেকে ৯৭০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। IMD জানিয়েছে, ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের মাচিলিপটনম ও কালিংপটনমের মাঝামাঝি কাকিনাডা সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে পারে মন্থা।
advertisement
5/21
মন্থা নামের অর্থ কী? এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। “মন্থা” শব্দের অর্থ থাই ভাষায় ‘সুগন্ধি বা সুন্দর ফুল’। ভারতীয় আবহাওয়া দফতর একে শ্রেণিবদ্ধ করেছে “Severe Cyclonic Storm” হিসেবে।
advertisement
6/21
MD বিজ্ঞানী এস. করুণাসাগর জানিয়েছেন, “অক্টোবরের ২৬ তারিখ থেকে অন্ধ্র উপকূলে ঘণ্টায় ৪৫–৫৫ কিমি বেগে হাওয়া বইতে শুরু করবে, যা ধীরে ধীরে ৯০–১১০ কিমি বেগে পৌঁছাবে।” এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তামিলনাড়ু সরকার সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে।
advertisement
7/21
শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে IMD জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে থাকা নিম্নচাপ ঘণ্টায় প্রায় ৬ কিমি বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর অক্ষাংশ-দ্রাঘিমা বর্তমানে ১১.২° উত্তর ও ৮৭.১° পূর্বে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।
advertisement
8/21
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তামিলনাড়ুর উপকূলে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র ছয়টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
9/21
IMD জানিয়েছে, বঙ্গোপসাগরের মধ্য ও পূর্ব অংশে নিম্নচাপ সক্রিয়, যার ফলে উপকূল জুড়ে দমকা হাওয়া ও অবিরাম বৃষ্টি।
advertisement
10/21
রবিবার ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, চেঙ্গালপট্টু, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, রানিপেট ও ভিল্লুপুরম জেলায়, পাশাপাশি পুদুচেরিতেও। সোমবার বৃষ্টি আরও তীব্র হতে পারে। বিশেষত তিরুভাল্লুর, চেন্নাই ও রানিপেট জেলায় অত্যন্ত ভারী বর্ষণ (Heavy to Very Heavy Rain)-এর সম্ভাবনা।
advertisement
11/21
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ সরকার সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক অবস্থায় রেখেছে। বিশাখাপত্তনম কালেক্টর অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে নাগরিকরা সাহায্য চাইতে পারেন।
advertisement
12/21
হেল্পলাইন নম্বর: ০৮৯১-২৫৯০১০২ / ০৮৯১-২৫৯০১০০ বিশাখাপত্তনম কালেক্টর এম.এন. হরেন্দ্র প্রসাদ জানিয়েছেন, “২৪ ঘণ্টা কর্মীরা ডিউটিতে থাকবেন, পালা করে কাজ করা হবে।”
advertisement
13/21
অন্ধ্রপ্রদেশ সরকার উপকূলীয় জেলা ও রায়লসীমা অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু শনিবার জরুরি বৈঠক করেন এবং নির্দেশ দেন—“প্রয়োজনে স্কুল ও কলেজ বন্ধ রাখতে হবে, বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ যেন ব্যাহত না হয়, সংবেদনশীল জেলাগুলিতে NDRF ও SDRF দল মোতায়েন রাখতে হবে, এবং কাকিনাডায় ‘হাসপাতাল অন হুইলস’ ব্যবস্থা চালু করতে হবে।”
advertisement
14/21
২৭ ও ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে। IMD জানিয়েছে, ২৭ থেকে ২৯ অক্টোবরের মধ্যে উপকূলীয় ও রায়লসীমা জেলায় ২১০ মিমির বেশি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
15/21
ওড়িশা সরকারও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা সক্রিয় করেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ১৬টি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা। রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পুজারী জানিয়েছেন, “মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ঘূর্ণিঝড়ের আগেই সমস্ত সতর্কতা নেওয়া হচ্ছে।”
advertisement
16/21
কোরাপুট, মলকানগিরি, রায়গড়া, নবরংপুর, কালাহান্ডি, গঞ্জাম ও গজপতি জেলায় রেড অ্যালার্ট এবং ন’টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সব সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
advertisement
17/21
শনিবার সন্ধ্যা থেকেই তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। চেন্নাই, নাগাপট্টিনম ও কুড্ডালোর-এ পরবর্তী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। IMD জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে হাওয়া বইবে, যা রবিবারে বাড়তে বাড়তে ৬৫ কিমি, আর সোমবার সন্ধ্যায় পৌঁছাবে ৮০ কিমি বেগে।
advertisement
18/21
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মন্থা ঘণ্টায় ১১০ কিমি বেগে ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় জারি হয়েছে রেড অ্যালার্ট ও উচ্চ সতর্কতা। প্রশাসন ও উদ্ধারবাহিনী মোতায়েন, কন্ট্রোল রুম খোলা, এবং হেল্পলাইন নম্বর সক্রিয় করা হয়েছে। নাম ‘মন্থা’— যার অর্থ, “সুগন্ধি বা সুন্দর ফুল” কিন্তু তার আগমনেই ভারতের তিন রাজ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগের ঝড়।
advertisement
19/21
শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। সিভিয়ার সাইক্লোন ‘মন্থা’-র ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।
advertisement
20/21
বুধবার এবং বৃহস্পতিবার চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে এর প্রভাব বেশি থাকবে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃহস্পতিবার এবং শুক্রবার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Representative/File Image)
advertisement
21/21
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মন্থা’। এই নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।