Radhika Yadav Update: সকাল ১০.৩০টা, রান্নাঘরে ছিল মেয়েটা...পিছনে এসে দাঁড়াল বাবা! কীভাবে মেরেছে জানেন? এল স্বীকারোক্তি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, মেয়ের এই উন্নতিকে ভালভাবে নিতেন না দীপক৷ পুলিশকে জেরায় দীপক স্বীকার করেছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’
advertisement
1/8

গুরুগ্রাম: মেয়ে রাজ্যস্তরে টেনিস খেলে৷ কেরিয়ারে সফল৷ নিজে উপার্জনও করছে৷ পঁচিশ বছরের মেয়েকে খুন করল ৪৯ বছরের বাবা৷ গুরুগ্রামের ঘটনায় স্তম্ভিত ক্রীড়া মহল তো বটেই গোটা দেশও৷ সামনে এসেছে অভিযুক্ত দীপক যাদবের ভয়ঙ্কর স্বীকারোক্তি৷ রাধিকার কাকার করা FIR-এর কপি৷ খুনের দিনের সকালের যে বিবরণ সেখানে রয়েছে, তা ভয়ঙ্কর৷
advertisement
2/8
হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এ নিজের বাড়িতেই বাবা-মায়েরা সঙ্গে থাকতেন রাধিকা৷ ওই বাড়িরই একতলায় থাকতেন তাঁর কাকার পরিবার৷ সকাল সাড়ে ১০টা নাগাদ উপর তলায় গুলির আওয়াজ শুনে ছুটে যান তিনি৷ দেখেন রান্নাঘরে মেঝে রক্তে ভাসছে পড়ে রয়েছেন রাধিকা৷ রিভলভার পড়ে রয়েছে পাশের ড্রয়িং রুমে৷
advertisement
3/8
সঙ্গে সঙ্গে রাধিকাকে গুরুগ্রামের সেক্টর ৫৬ র একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর কাকা ও তাঁর ছেলে, কিন্তু, ততক্ষণে সব শেষ৷
advertisement
4/8
রাজ্যস্তরে টেনিস খেলত রাধিকা৷ সম্প্রতি কাঁধে চোট পেয়েছিল৷ তাতেই আগামী কয়েক মাস টেনিস কেরিয়ারে একটু গ্যাপ দিতে হচ্ছিল তাঁকে৷ এই ফাঁকে বাচ্চাদের টেনিস শেখানোর জন্য গুরুগ্রামের সেক্টর ৫৭ এই একটা টেনিস অ্যাকাডেমি খুলেছিল রাধিকা৷ ভালই রোজগার হচ্ছিল৷
advertisement
5/8
পাশাপাশি, ইনস্টাগ্রামে রিলস-ও বানাত রাধিকা, মিউজিক ভিডিও-ও এসেছিল সামনে৷ এই সব নিয়েই আপত্তি তুলেছিল রাধিকার বাবা দীপক যাদবের৷ যিনি ব্যাঙ্ক কর্মী হিসাবে কাটিয়েছেন নিজের কর্মজীবন৷
advertisement
6/8
জানা গিয়েছে, মেয়ের এই উন্নতিকে ভালভাবে নিতেন না দীপক৷ পুলিশকে জেরায় দীপক স্বীকার করেছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’
advertisement
7/8
এখানেই শেষ নয়, দীপক পুলিশকে জেরায় বলেছেন, ‘‘পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল৷ এটা আমার মান সম্মানের ব্যাপার৷ আমার মানে লাগছিল৷ আমার কাছে লাইসেন্সড রিভরভার ছিল৷ মেয়ে তখন রান্নাঘরে রান্না করছিল৷ আমি পিছন থেকে ওকে ৩টে গুলি মারি৷ কোমরে৷ আমি আমার মেয়েকে খুন করেছি৷’’
advertisement
8/8
সকাল সাড়ে ১০টা৷ রান্নাঘরে পিছন ফিরে রান্না করছিল রাধিকা৷ পিছন থেকে দীপক গিয়ে পর পর ৫টা গুলি চালায় তার বাবা দীপক৷ ৫টার মধ্যে ৩টি গুলি লাগে রাধিকার কোমরে৷ হরিয়াণার গুরুগ্রামে তরুণ টেনিস প্লেয়ারের খুনের ঘটনার হাড়হিম বর্ণনা লেখা রয়েছে রাধিকার কাকার করা FIR-এরও ছত্রে ছত্রে৷