পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরেই...যা করে বেরাচ্ছিল যুবক! প্রথমে বুঝতে পারেনি কেউ..তারপর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভুবনেশ্বরের বাসিন্দা অভিশিত কর নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে যে, ওই ব্যক্তিকে মন্দির থেকে বের করে আনা হচ্ছে। আরও তদন্ত চলছে।
advertisement
1/9

পুরীর মন্দিরে কক্ষনো করা যায় না যে কাজ, চরম নিষিদ্ধ সেই কাজ করে ফেলল এক যুবক৷ ধরাও পড়ল৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়াল গোটা মন্দির চত্বরে৷ কিন্তু, পাশাপাশি, উঠল প্রশ্নও৷ শুধুই কি মজার ছলে কাজটা করে ফেলেছিল ওই যুবক, নাকি এর পিছনে ছিল অন্য কোনও উদ্দেশ্য?
advertisement
2/9
ঘটনাটি গত মঙ্গলবারের৷ আর শত শত পুণ্যার্থীর মতো ওই যুবকও ঢুকেছিল পুরীর মন্দিরে৷ কারও তেমন কোনও সন্দেহও হয়নি৷ তবে তারপরই...
advertisement
3/9
ওই যুবক এমন কিছু করতে শুরু করল যার জেরে মন্দির চত্বরে থাকা নিরাপত্তারক্ষীদের নজর পড়ে গেল ওর উপরে৷
advertisement
4/9
যুবকের চোখে ছিল Ray-Ban Meta Wayfarer-এর চশমা৷ বাইরে থেকে দেখতে একেবারে সাধারণ চশমার মতো হলেও, এতে রয়েছে বিশেষ সুবিধা৷ রয়েছে লুকনো ছোট্ট ক্যামেরা৷ যে চশমার দাম কমপক্ষে ৩০,০০০ টাকা৷
advertisement
5/9
পরে থাকা ওই চশমার লুকনো ক্যামেরা দিয়েই সে পুরীর মন্দিরের ভিতরের ছবি এবং ভিডিও করে বেরাচ্ছিল৷
advertisement
6/9
জগন্নাথ মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। একটি বড় সাইনবোর্ডও রয়েছে যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে মন্দিরের ভেতরে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ। নিয়ম না মানলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
advertisement
7/9
"আমরা তথ্য পেয়েছি যে একজন ব্যক্তি চশমার মধ্যে লুকানো ক্যামেরা (Spy Camera) ব্যবহার করে ভিডিও করছে, এবং তার ভিত্তিতে আমরা তদন্ত করছি। চশমাটি বাজেয়াপ্ত করা হয়েছে," বলেছেন পুরীর পুলিশ সুপার (এসপি) সুশীল মিশ্র।
advertisement
8/9
মঙ্গলবার ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে চশমার ভেতরে ক্যামেরা ব্যবহার করে ভিডিও করার চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মন্দিরের প্রবেশপথের কাছে সন্দেহজনক আচরণ লক্ষ্য করার পর মন্দিরের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে।
advertisement
9/9
ভুবনেশ্বরের বাসিন্দা অভিশিত কর নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে যে, ওই ব্যক্তিকে মন্দির থেকে বের করে আনা হচ্ছে। আরও তদন্ত চলছে।