Puri Jagannath Rath Yatra 2021: গুপ্ত পুজো শেষে আজ দর্শন পর্ব জগন্নাথ দেবের, রবিবার রাত থেকে কারফিউ পুরীতে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
শুক্রবার মহাপ্রভু জগন্নাথ দেবের (Puri Jagannath) দর্শন পর্ব। কোভিড পরিস্থিতিতে (Covid Situation) ভক্তদের অনুপস্থিতিতেই এবার জগন্নাথ দেবের দর্শন পর্ব ।
advertisement
1/6

গুপ্ত পুজোর পালা শেষ। শুক্রবার মহাপ্রভু জগন্নাথ দেবের (Puri Jagannath) দর্শন পর্ব। কোভিড পরিস্থিতিতে (Covid Situation) ভক্তদের অনুপস্থিতিতেই এবার জগন্নাথ দেবের দর্শন পর্ব । অন্যবার এই দিন থেকেই পুরীতে রথযাত্রা (Puri Rath Yatra) উপলক্ষে ভক্তদের সমাগম শুরু হয়। এবার অবশ্য ব্যতিক্রম।
advertisement
2/6
শনিবার মহাপ্রভুর নব যৌবন দর্শন। রবিবার আচার মেনে মহাপ্রভুর উবা দর্শন। পুরীর মন্দির চত্বরে এখন শেষ সময়ের ব্যস্ততা। কোভিড পরিস্থিতিতে ভক্তকুল ছাড়াই দ্বিতীয় বার অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা।
advertisement
3/6
সোমবার সকাল ৭টায় মন্দির থেকে বাইরে আনা হবে মহাপ্রভুকে। বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথে অধিষ্ঠিত হবেন জগন্নাথ দেব। গজপতি মহারাজ রথের সামনে ঝাড়ু দেওয়ার পর বেলা বারোটা নাগাদ টান পড়বে জগন্নাথদেবের রথের রশিতে। পুরীর মন্দির ছেড়ে গুন্ডিচা দেবীর মন্দিরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মহাপ্রভু। কোভিড পরিস্থিতিতে এবার ভক্তকুলের উপস্থিতি ছাড়াই পুরীর রথযাত্রা।
advertisement
4/6
১১ জুলাই রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়েছে পুরী শহরে। জগন্নাথ দেবের মন্দির চত্বরে জারি থাকবে ১৪৪ ধারা। মন্দির লাগোয়া গ্র্যান্ড রোডের সব হোটেল, বাড়ি সিল করে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। বাড়ির ছাদ কিংবা বারান্দা থেকেও এবার রথযাত্রা দর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। Photo : ANI
advertisement
5/6
পুরীর মন্দিরের দৈতাপতি নিয়োগ কমিটির সভাপতি রবীন্দ্র দাস মহাপাত্র বলছিলেন,"কোভিড পরিস্থিতিতে সবরকম সর্তকতা অবলম্বন করে, রাজ্য সরকারের গাইডলাইন মেনে এবার রথযাত্রা। ভক্তরা না থাকায় খারাপ তো লাগবেই! কিন্তু এই পরিস্থিতিতে সেটা মেনে নেওয়া ছাড়া উপায় কি!"
advertisement
6/6
পুরীর মন্দিরের মুখ্য দৈতাপতি রাজেশ দৈতাপতি বলছিলেন,"এবার নিয়ে দ্বিতীয় বার। আশা করা যায়, পরের রথযাত্রায় আবার ছন্দে ফিরবে পুরী। মহাপ্রভুর রথের দড়ি টানতে আবার গমগম করে উঠবে মন্দির চত্বর।"