Bhagwant Mann Wedding Photos: বিয়ের পিঁড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী, দেখুন অনুষ্ঠানের অন্দরের ছবি
- Published by:Raima Chakraborty
Last Updated:
বৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীত কওরের সঙ্গে বিয়ে করলেন তিনি। দেখুন বিয়ের অন্দরমহলের ছবি। (Bhagwant Mann Wedding Photos)
advertisement
1/6

ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার পেশায় চিকিৎসক গুরপ্রীত কওরের সঙ্গে বিয়ে করলেন তিনি। দেখুন বিয়ের অন্দরমহলের ছবি। (Bhagwant Mann Wedding Photos)
advertisement
2/6
বিয়ে করতে এলেন ভগবন্ত মান।
advertisement
3/6
ট্যুইটারে এই ছবি পোস্ট করেছিলেন গুরপ্রীত কওর। মুখ্যমন্ত্রী পরেছেন সোনালি রঙের শেরওয়ানি।
advertisement
4/6
গুরপ্রীত কওর ছবি শেয়ার করে লিখেছেন, বিয়ের দিন চলে এল। আম আদমি পার্টির নেতারা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
5/6
ভগবন্ত মানের পরিবারের সদস্য, মা, বোন ও কয়েকজন অতিথি রয়েছেন বিয়েতে। শিখ রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা।
advertisement
6/6
অতিথি তালিকায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সপরিবার তিনি থাকবেন সেখানে। ২০১৮ সালে হরিয়ানা থেকে ডাক্তারি পাশ করেছেন গুরপ্রীত কওর। তাঁর দুই দিদি রয়েছেন বিদেশে স্থিত।