EMI for Mangoes: এখন আম খেয়ে পরে দাম দিন কিস্তিতে! কোথায় মিলছে ইএমআই, কী কী নিয়ম জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
EMI for Mangoes: সংবাদমাধ্যমে সনস জানিয়েছেন তাঁর দোকানই সারা দেশে প্রথম কিস্তিতে আমের টাকা শোধ করার সুযোগ দিচ্ছে।
advertisement
1/9

যদি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কেনার জন্য ইএমআই থাকতে পারে, তাহলে আমের জন্য কেন থাকবে না? প্রশ্ন তুলেছেন পুণের এক ব্যবসায়ী।
advertisement
2/9
যেমন ভাবা, তেমন কাজ। গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রডাক্টসের গৌরব সনসের। তিনি আম কেনার জন্য শুরু করলেন ইএমআই পরিষেবা।
advertisement
3/9
তবে যে সে আম নয়। এই পরিষেবা মিলবে শুধুমাত্র আলফানসো আমের জন্য। প্রসঙ্গত মহারাষ্ট্রের কোঙ্কণ এলাকার দেবগড় এবং রত্নগিরির আলফানসো বা হাপুস আম বিশ্ববিখ্যাত।
advertisement
4/9
বর্তমানে খুচরো বাজারে এক ডজন আলফানসো আমের মূল্য ৮০০ থেকে ১৩০০ টাকা।
advertisement
5/9
সংবাদমাধ্যমে সনস জানিয়েছেন তাঁর দোকানই সারা দেশে প্রথম কিস্তিতে আমের টাকা শোধ করার সুযোগ দিচ্ছে।
advertisement
6/9
কিস্তিতে যেমন স্মার্টফোন কেনা হয়, সেরকমভাবেই সনসের দোকান থেকে আলফানসো আম কেনা যাবে।
advertisement
7/9
ক্রেডিট কার্ডের মাধ্যমে আম কেনার পর ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে দাম।
advertisement
8/9
তবে আছে শর্তও। সনসের কাছ থেকে কিনতে হবে অন্তত ৫ হাজার টাকার আম। তবেই মিলবে ইএমআই পরিষেবা।
advertisement
9/9
এখনও পর্যন্ত চারজন ক্রেতা এভাবে আম কিনেছেন বলে জানা গিয়েছে।