TRENDING:

করোনা আক্রান্ত গর্ভবতীকে ফিরিয়ে দিল হাসপাতাল, খোলা রাস্তায় প্রকাশ্যে সন্তান প্রসব

Last Updated:
খোলা রাস্তায় এভাবে সন্তান প্রসবের পর স্থানীয় মহিলারা কম্বল দিয়ে ঢেকে দেন বাচ্চা ও মাকে
advertisement
1/7
করোনা আক্রান্ত গর্ভবতীকে ফিরিয়ে দিল হাসপাতাল, খোলা রাস্তায় সন্তান প্রসব
•করোনাভাইরাস-আক্রান্ত গর্ভবতী মহিলাকে কাশ্মিরের একটি হাসপাতাল থেকে দূর করে দেওয়া হয়৷ ফলে হাসপাতালের বাইরে এক খালি এলাকায় তিনি শিশু প্রসব করেন৷ এই ঘটনার জেরে এই এলাকায় বিক্ষোভ শুরু হয়।
advertisement
2/7
•স্থানীয়রা জানান, প্রত্যন্ত বেওয়ান গ্রামের ওই মহিলার প্রসবের জন্য বন্ডিপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। তবে মারাত্মকভাবে প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর, তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবার৷ হাসপাতাল থেকে মহিলার কিছু বাধ্যতামূলক শারীরিক পরীক্ষা করার কথা বলা যার মধ্যে করোনা পরীক্ষার কথাও উল্লেখ করা হয়৷ পরীক্ষা হয় এবং জানা যায় গর্ভবতী মহিলা করোনা পজিটিভ৷
advertisement
3/7
•এই খবর জানতেই ডাক্তাররা মহিলার চিকিৎসা করতে অস্বীকার করেন৷ বান্দিপোরা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাজিন এলাকায় একটি কোভিড হাসপাতালে মহিলাকে রেফার করা হয়।
advertisement
4/7
•এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হতে মহিলার প্রসব যন্ত্রণা বাড়তে থাকে৷ নন কোভিড হাসপাতালের গেট কাছাকাছিই তিনি সন্তান প্রসব করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বারবার আর্জি জানানো সত্ত্বেও কোনও ডাক্তার তাঁকে এই সময়ে দেখতে আসেননি।
advertisement
5/7
•"প্রসবের পর কয়েকজন পথচারী তাকে কম্বল দিয়ে ঢেকে দেন, তবে হাসপাতালের কর্মীরা কোনও খোঁজ নেননি এবং সাহায্যের হাতও বাড়িয়ে দেননি৷" অভিযোগ মহিলার পরিবারের৷ এরপরেই পরিবারের সদস্য এবং স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন৷ স্বাস্থ্যসেবার এই দশা এবং যেভাবে রোগীর থেকে মুখ ফিরিয়ে নিলেন স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা, তার প্রতিবাদ করেন সকলে৷
advertisement
6/7
•হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চিকিৎসকদের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ দর্শনের নোটিশও দিতে হবে তাদের, এই নির্দেশ দেওয়া হয়েছে৷ চিকিৎসকরা কেন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে প্রসব ব্যবস্থা করতে পারেননি, সেটাও জানাতে হবে৷
advertisement
7/7
"যা ঘটেছে তা অমানবিক এবং অসংবেদনশীল৷ কেন এই ঘটনা ঘটল, তা তদন্ত করা হচ্ছে৷ এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারাই এই ঘটনার পুর্নাঙ্গ তদন্ত করবেন৷ রোগীর অবস্থা বিবেচনা করেও কীভাবে তাঁর চিকিৎসা না করে তাকে অন্য হাসপাতালে রেফার করা হল, সেটাও খতিয়ে দেখা হবে৷" জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক৷
বাংলা খবর/ছবি/দেশ/
করোনা আক্রান্ত গর্ভবতীকে ফিরিয়ে দিল হাসপাতাল, খোলা রাস্তায় প্রকাশ্যে সন্তান প্রসব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল