পরীক্ষা চলাকালীনই সন্তানের জন্ম দিলেন হাইস্কুলের ছাত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রেগন্যান্ট অবস্থাতে পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রী
advertisement
1/4

বিহারের আরিয়া জেলার ফরবেসগঞ্জের ঘটনায় চমকে উঠছেন সকলেই ৷ স্কুলের পরীক্ষা দিতে হাজির হয়েছিল প্রেগন্যান্ট ছাত্রী ৷ সেখানেই তাঁর হঠাৎ করে প্রসব বেদনা ওঠে ৷ Photo Courtesy- Representive
advertisement
2/4
বিহারের গোয়েল হাইস্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছিলেন রুটিন মেনেই ৷ তারপর পরীক্ষা দিতে দিতেই শারীরিক অস্বস্তি বোধ করেন ৷ ছাত্রীর অস্বস্তির কথা জানতে পেরে হাই স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাত হাসপাতালে ফোন করেন ৷ Photo Courtesy- Representive
advertisement
3/4
স্কুল থকে খবর পেয়েই স্থানীয় এনএনএম ও আশা -র হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুলেন্স নিয়ে স্কুলে আসে তারা ৷ পরিস্থিতি চাপের হওয়ায় স্কুলেই বাচ্চাটিকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ Photo Courtesy- Representive
advertisement
4/4
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিক জটিলতা থাকলেও জন্মের পর মা ও সন্তান দু'জনেই সুস্থ ও ভালো আছে ৷ তারা জানিয়েছেন ছাত্রীটি অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষা দিচ্ছিলেন ৷ তাই যে মাতের তিনি শারীরির অস্বস্তির কথা জানান তারপরেই হাসপাতালে খবর পাঠানো হয় ৷ Photo Courtesy- Representive