Prashant Kishor: ১০০ কোটি! ভোটের আগে প্রশান্ত কিশোরের একটি বড় দাবি, তারপরেই 'বিরাট' কাণ্ড! কী দাবি? কী ঘটতে চলেছে বিহারে?
- Published by:Suman Biswas
Last Updated:
Prashant Kishor: পিকে অভিযোগ করেছিলেন, জেডি(ইউ) নেতা অশোক চৌধুরী গত দুই বছরে ২০০ কোটি টাকার জমি অবৈধভাবে অধিগ্রহণ করেছেন।
advertisement
1/6

ভোট যতই এগিয়ে আসছে, ততই বিহারে জমে উঠেছে রাজনৈতিক আক্রমণের খেলা। এবার বিহারের মন্ত্রী অশোক চৌধুরী জন সুরজ প্রধান প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছেন।
advertisement
2/6
পিকে অভিযোগ করেছিলেন, জেডি(ইউ) নেতা অশোক চৌধুরী গত দুই বছরে ২০০ কোটি টাকার জমি অবৈধভাবে অধিগ্রহণ করেছেন। এবার তাঁর পাঠানো নোটিসে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর দাবি করার অভিযোগ করলেন অশোক চৌধুরী।
advertisement
3/6
অশোক চৌধুরী বলেছেন, পিকে-কে তাঁর অভিযোগের প্রমাণ দিতে হবে অথবা মানহানির নোটিস পাওয়ার এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অশোক চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এর আগেও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন অশোক।
advertisement
4/6
অশোক চৌধুরী বলেছেন, প্রশান্ত কিশোর ভয়ে পেয়ে নতুন মিথ্যা দাবি করেছেন। কারণ পটনা আদালত তাঁকে ১৭ অক্টোবরের পূর্বের একটি মামলায় সমন পাঠিয়েছে। অশোকের দাবি, "আদালতের সমন পাওয়ার পর, প্রশান্ত কিশোর আতঙ্কিত হয়ে সাংবাদিক বৈঠক করে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করেছেন।"
advertisement
5/6
প্রশান্ত কিশোর গত সপ্তাহেই দাবি করেছিলেন, অশোক চৌধুরী, তাঁর স্ত্রী, কন্যা এবং ভগ্নিপতি অনিতা কুনাল, মানব বৈভব বিকাশ ট্রাস্ট নামে একটি সংস্থার নামে ২০০ কোটি টাকার জমি কিনেছেন। জন সুরজের প্রতিষ্ঠাতা দাবি করেছেন, ওই জমি কেনার ক্ষেত্রে বিপুল অনিয়ম হয়েছে।
advertisement
6/6
এরপরই বিহারের মন্ত্রী দাবি করেন, প্রশান্ত কিশোরের অভিযোগ নির্লজ্জ মিথ্যা ছাড়া আর কিছু নয়। এবার তাই ফের প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মানহানির মামলার নোটিস পাঠালেন।