Prashant Kishor: 'উনি আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না', ভোটের আগে এবার কাকে নিশানা প্রশান্ত কিশোরের! বলে দিলেন, কী হতে চলেছে ভোটে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Prashant Kishor: প্রশান্ত কিশোর বলেন, যদি আরজেডি এবং কংগ্রেস জোটের ইন্ডিয়া ব্লকও রাজ্যে ক্ষমতায় ফিরে আসে, তবুও নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হবেন না।
advertisement
1/8

জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিজেপি আর কখনও নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হতে দেবে না। পিকে-র সংযোজন, জেডি(ইউ) প্রধান তার শেষ রাজনৈতিক ইনিংস খেলছেন।
advertisement
2/8
সম্প্রতি ভোট কৌশলবিদ তথা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে বারবার কটাক্ষ করেছেন এবং জোর দিয়ে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের শেষ দিন আসন্ন।
advertisement
3/8
কিশোর বলেন, যদি আরজেডি এবং কংগ্রেস জোটের ইন্ডিয়া ব্লকও রাজ্যে ক্ষমতায় ফিরে আসে, তবুও নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হবেন না। নীতীশকে কটাক্ষ করতে গিয়ে পিকে বিহারের পুরোনো প্রবাদ তুলে এনেছেন। বিহারে একটা চর্চিত ছিল, যেই বিহারে ক্ষমতায় আসুক, নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। কারণ বারবার জোট বদল করতে নীতীশ কুমার সিদ্ধহস্ত।
advertisement
4/8
প্রশান্ত কিশোরের কথায়, "বিহারের মানুষ বিরক্ত। নীতীশ কুমার তার শেষ রাজনৈতিক ইনিংস খেলছেন। বিজেপি আর কখনও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হতে দেবে না এবং এনডিএ বিহারে পরবর্তী সরকার গঠন করবে না। এমনকি যদি ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে, তবুও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে না, তাই তিনি বিহারের মুখ্যমন্ত্রী মাত্র পাঁচ মাসের জন্য।"
advertisement
5/8
২০২৪ সালের জানুয়ারি মাসে নীতীশ কুমার মহাগঠবন্ধন সহযোগী আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং আবার বিজেপির সঙ্গে হাত মেলান।
advertisement
6/8
প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি এই বছরের শেষের দিকে বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পিকে জানিয়েছেন, তিনি বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মুখোমুখি হতে প্রস্তুত।
advertisement
7/8
যখন প্রশান্ত কিশোরকে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, কিশোর বলেন, ''যদি দল সিদ্ধান্ত নেয় তবে তিনি অবশ্যই ভোটে দাঁড়াবেন এবং রাঘোপুর আসন থেকে তেজস্বীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। কিশোর বলেন, তার দল দুর্নীতি, অভিবাসন এবং অপশাসনের মতো বিষয়গুলিকে সামনে রেখে নির্বাচনে নামবেন।
advertisement
8/8
প্রশান্ত কিশোরের কথায়, "বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশের নিজের স্বাস্থ্য এবং তাঁর নেতৃত্বের ব্যর্থতার বিষয়টি সামনে আসবে। এনডিএ হয়ত তাকে মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে নামবে। কিন্তু মানুষ তাঁকে আর গ্রহণ করবে না।''