TRENDING:

দিল্লির আবহাওয়ার খানিকটা উন্নতি, তবুও মাস্ক পরেই রাজধানীর রাস্তায় চলছে যাতায়াত

Last Updated:
গত কয়েকদিনের তুলনায় আবহাওয়ার বদল হয়েছে মঙ্গলবার। কিছুটা পরিষ্কার রাজধানীর আকাশ।
advertisement
1/6
দিল্লির আবহাওয়ার খানিকটা উন্নতি, তবুও মাস্ক পরেই রাজধানীর রাস্তায় চলছে যাতায়াত
আজ দিল্লির আবহাওয়ার খানিকটা উন্নতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আবহাওয়ার বদল হয়েছে মঙ্গলবার। কিছুটা পরিষ্কার রাজধানীর আকাশ। (Image: PTI)
advertisement
2/6
সকাল ৮টার সময় নয়ডা সেক্টর ৬-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৯৪। দূষণ প্রতিরধে সোমবার থেকে দিল্লিতে ফিরেছে অড-ইভেন বা জোড়-বিজোড় নীতি। ফলে রাস্তায় গাড়ির সংখ্যা কমেছে।
advertisement
3/6
সকাল ৮টার সময় গুরুগ্রাম-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৯৬। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে ফসল পোড়ানোও। দিনে ২৪ ঘণ্টা তাঁকে রিপোর্ট করবেন তিন রাজ‍্যের মুখ‍্য সচিব।
advertisement
4/6
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী সূচক ০ থেকে ৫০ পর্যন্ত থাকলে ভালো ধরা হয়। অন্য দিকে সূচক ৫১-১০০ পর্যন্ত থাকলে বায়ুর পরিস্থিতি সাধারণ ধরা হয়। ১০১-২০০ মধ্যে সূচক থাকলে, ইঙ্গিত করে বায়ু ক্রমেই দূষণের দিকে যাচ্ছে। ৩০১-৪০০ মধ্যে সূচক থাকলে বায়ুর দূষণের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে চিহ্নিত করা হয়। বায়ুর দূষণের সূচর ৪০১-৫০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর নির্দেশ করে। তবে সূচক ৫০০ ওপর চলে গেলে জরুরি অবস্থা ধরা হয় বলে জানা গিয়েছে। (Image: ANI)
advertisement
5/6
দূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লির। গাঢ় ধোঁয়াশায় ঢাকা রাজধানীর আকাশ। সকাল ৬টার সময় দিল্লির লোধি রোডের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৫০০-র কাছাকাছি (Image: ANI)
advertisement
6/6
দূষণ থেকে বাঁচতে সজাগ শহরবাসী। অনেকেই মাস্ক পরে রাস্তায় বেরচ্ছেন। তবে শুধু দিল্লিই নয়, ধোঁয়াশায় ঢেকেছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাই। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা ধোঁয়ায় ঢাকা। বাদ পড়েনি বারানসীও। (Image: Reuters)
বাংলা খবর/ছবি/দেশ/
দিল্লির আবহাওয়ার খানিকটা উন্নতি, তবুও মাস্ক পরেই রাজধানীর রাস্তায় চলছে যাতায়াত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল