Police news: রাতে হঠাৎ ফাঁড়িতে এসে দারোগার নাম জানতে চাইলেন ডিএসপি! বলতেই সর্বনাশ, থ সব পুলিশকর্মীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Police news: একজনের অপেক্ষায় থানায় বসে ছিলেন সাব-ইন্সপেক্টর দীপচাঁদ। রাতে হঠাৎ এলেন ডিএসপি, নাম জিজ্ঞেস করতেই গ্রেফতার! থ হয়ে গেলেন অন্যান্য পুলিশকর্মীরা।
advertisement
1/6

দুর্নীতি দমনে সাফল্য। বরেলিতে ৫০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়লেন এক সাব-ইন্সপেক্টর। দুই ভাইয়ের মামলায় জেলে পাঠানোর নামে ঘুষ আদায় করছিলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশকর্মী দীপচাঁদকে কারাগারে পাঠিয়েছে দুর্নীতি দমনকারী দল।
advertisement
2/6
ঘটনাটি বেরেলি জেলার বাহেড়ি থানা এলাকার। উত্তরাখণ্ড রাজ্যের কিচ্ছা শহরের বাসিন্দা জিশান ও দানিশ নামে দুই ভাইয়ের মধ্যে মামলা চলছে। এ ঘটনায় দুজনেই বাহেড়ি থানায় একে অপরের বিরুদ্ধে মামলা করেন। উভয়ের মামলাই তদন্তভার পান সাব-ইন্সপেক্টর দীপচাঁদ।
advertisement
3/6
দীপচাঁদ বাহেড়ি থানার ভুধিয়া ফাঁড়ির ইনচার্জ। দীপচাঁদ সুযোগ বুঝে জিশানকে জেলে পাঠানোর হুমকি দেন। তিনি ভয় পেয়ে গেলে ইন্সপেক্টর দীপচাঁদ ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে তাকে ২ ঘণ্টা সময় দেন। বলেন, “২৪ ঘণ্টার মধ্যে টাকা না আনলে জেলে পাঠাব। ভয় পেয়ে জিশান বরেলির দুর্নীতি দমনকারী দলের ডেপুটি এসপি যশপাল সিংয়ের সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
4/6
যশপাল সিং সঙ্গে সঙ্গে সাব-ইন্সপেক্টর দীপচাঁদকে গ্রেফতার করার পরিকল্পনা করেন। মঙ্গলবার রাতে ডিএসপি অ্যান্টি করাপশন যশপাল সিং, সাব ইন্সপেক্টর দীপচাঁদকে পুলিশ পোস্টের ভিতরে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করেন।
advertisement
5/6
দুর্নীতি দমন টিম অভিযোগকারী জিশানকে বিশেষ রাসায়নিক মেশানো ৫০,০০০ টাকার নোট দিয়ে ঘুষ দিতে পাঠান। পুলিশকর্মী দীপচাঁদ টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমনকারী দল তাঁকে হাতেনাতে ধরে ফেলে।
advertisement
6/6
অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গ্রেফতারের সঙ্গে সঙ্গেই পরিদর্শকের কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ 3,000 টাকা এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সাব-ইন্সপেক্টর হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই কেমিক্যাল রঙ বদল করে হাত থেকে বেরোতে শুরু করে। আর তাতেই প্রমাণ-সহ ধরা পড়লেন পুলিশ-কর্মী।