PM Viksit Bharat Rozgar Yojana: যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫ হাজার টাকা! স্বাধীনতা দিবসের দিন বড় সুখবর দিলেন মোদি...কারা পাবেন সুবিধা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্প: কারা ১৫০০০ টাকা পাবেন? মনে রাখবেন যে, এই প্রকল্পটি সেইসব প্রার্থীদের জন্য উপকৃত হবে যাদের বেতন ১ লক্ষ টাকার কম। এছাড়াও, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানটি EPFO-তে নিবন্ধিত হতে হবে এবং কর্মচারীর নামও EPFO-তে নিবন্ধিত হতে হবে। এই ধরনের প্রতিটি যুবক প্রথম চাকরি পাওয়ার পর ১৫,০০০ টাকা পাবেন।
advertisement
1/7

শুক্রবার সকাল ৭.৩৪-এ থেকে শুরু করেছিলেন বক্তৃতা৷ শেষ করেন ৯.১৭ মিনিটে৷ সবমিলিয়ে এদিন ১ ঘণ্টা ৪৩ মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদি৷ যা একটি রেকর্ড৷ এদিন নিজের বক্তৃতায় নানা বিষয়ে ছুঁয়ে গিয়েছেন তিনি৷ পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা থেকে শুরু করে জিএসটিতে স্বস্তি, অনুপ্রবেশ সমস্যা এবং সবশেষে ভারতীয় তরুণদের জন্য দুর্দান্ত সরকারি সাহায্যের ঘোষণা৷
advertisement
2/7
স্বাধীনতা দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুবসমাজকে একটি বড় উপহার দিয়েছেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুক্রবার, অর্থাৎ ১৫ অগাস্ট থেকে বাস্তবায়িত হতে চলেছে। এই যোজনার আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া যুবকদের সরকার ১৫,০০০ টাকা (প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা) দেবে। এই যোজনা প্রায় ৩.৫ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
advertisement
3/7
দেশের যুবসমাজকে সুসংবাদ দিয়ে তিনি বলেন, ‘‘আজ ১৫ অগাস্ট, আমরা আমার দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছি। আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হচ্ছে। এটি আপনাদের জন্য খুবই সুখবর। এই প্রকল্পের আওতায়, সরকার বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া তরুণ ছেলে বা মেয়েকে ১৫০০০ টাকা দেবে। এর পাশাপাশি, যেসব কোম্পানি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তাদেরও প্রণোদনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রায় ৩.৫ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।’’
advertisement
4/7
প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনা কী?প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার লক্ষ্য হল ভারতে সর্বাধিক সংখ্যক কর্মসংস্থান তৈরি করা। এই যোজনার আওতায় আগামী দুই বছরে প্রায় ৩.৫ কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই যোজনার আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া ছেলে-মেয়েদের ১৫০০০ টাকা দেওয়া হবে।
advertisement
5/7
এটি দুটি কিস্তিতে অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এর পাশাপাশি, সরকার সেইসব কোম্পানি এবং ব্যবসাগুলিকে ভর্তুকির আওতায় সাহায্য করবে যা সর্বাধিক সংখ্যক লোককে চাকরি দেবে। এই যোজনার লক্ষ্য হল যুবসমাজ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদন, পরিষেবা এবং প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি করা।
advertisement
6/7
প্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার প্রকল্প: কারা ১৫০০০ টাকা পাবেন?মনে রাখবেন যে, এই প্রকল্পটি সেইসব প্রার্থীদের জন্য উপকৃত হবে যাদের বেতন ১ লক্ষ টাকার কম। এছাড়াও, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানটি EPFO-তে নিবন্ধিত হতে হবে এবং কর্মচারীর নামও EPFO-তে নিবন্ধিত হতে হবে। এই ধরনের প্রতিটি যুবক প্রথম চাকরি পাওয়ার পর ১৫,০০০ টাকা পাবেন। এই পরিমাণ দুটি কিস্তিতে অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। নিয়োগের ৬ মাস পরে প্রথম কিস্তি দেওয়া হবে। ১২ মাস একটানা চাকরির পরে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। তবে, এর জন্য, কর্মচারীকে তার UAN তৈরি করতে হবে, সক্রিয় করতে হবে এবং ফেস অথেন্টিকেট করতে হবে।
advertisement
7/7
দ্বিতীয় কিস্তির জন্য এটি বাধ্যতামূলকপ্রধানমন্ত্রী বিকাশ ভারত রোজগার যোজনার অধীনে দ্বিতীয় কিস্তি পেতে, কর্মচারীকে প্রথমে EPFO সদস্য পোর্টালে আর্থিক সাক্ষরতা কোর্সটি সম্পন্ন করতে হবে। এই কোর্সের উদ্দেশ্য হল কর্মীদের মধ্যে বেতন ও ভাতা, সঞ্চয়, বিমা, সাইবার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সম্পর্কে ধারণা তৈরি করা যাতে তারা তাদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারে। মনে রাখবেন যে যেকোনো কর্মচারী এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র একবারই পাবেন।