Narendra Modi birthday: কোথাও গেরুয়া, কোথাও পরনে খাকি পোশাক, জন্মদিনে দেখুন নরেন্দ্র মোদির অদেখা সব ছবি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সক্রিয় রাজনীতিতে হাতেখড়ির খুব অল্প সময়ের মধ্যেই তিনি দলের অন্দরে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করে ফেলেছিলেন। রাজনীতিতে আসার পরে প্রথমে তাঁকে দলের রাজ্য সম্পাদকের পদ দেওয়া হয়৷ সেখান থেকেই রাজনীতিতে মোদির যাত্রা শুরু।
advertisement
1/8

আজ ১৭ সেপ্টেম্বর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। বিশ্বের বিশিষ্ট নেতার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন অন্যতম। সাম্প্রতিক এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের তালিকাতেও উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।
advertisement
2/8
শান্ত মুখ৷ চোখে বুদ্ধিদীপ্ত ঝলকানি৷ ছেলেবেলার এই ছবি দেখে কেউ ভাবতেও পারেনি এই ছেলেটিই একদিন দেশকে নেতৃত্ব দেবে। আজ নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী৷ পর পর দু’বার তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন।
advertisement
3/8
১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে গুজরাতের মেহসানা জেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বাবা দামোদরদাস মোদির একটি ছোট চায়ের দোকান ছিল। বাবাকে সাহায্য করতে ভাদনগর রেলস্টেশনে মোদি চা বিক্রেতার কাজও করেছেন একসময়।
advertisement
4/8
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর আনুষ্ঠানিকভাবে আরএসএস-এ যোগ দেন মোদি। ১৯৭৪ সালের জরুরি অবস্থার সময় তিনি আন্ডারগ্রাউন্ডে গিয়ে জনগণের সেবা করেছিলেন। নিজে দিনের পর দিন অনাহারে থাকলেও গরিবদের খাবারের বন্দোবস্ত করতেন তিনি।
advertisement
5/8
সক্রিয় রাজনীতিতে হাতেখড়ির খুব অল্প সময়ের মধ্যেই তিনি দলের অন্দরে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করে ফেলেছিলেন। রাজনীতিতে আসার পরে প্রথমে তাঁকে দলের রাজ্য সম্পাদকের পদ দেওয়া হয়৷ সেখান থেকেই রাজনীতিতে মোদির যাত্রা শুরু।
advertisement
6/8
রাজনীতিতে আসার পরে নরেন্দ্র মোদি তাঁর কঠোর পরিশ্রমের মাধ্যমে গুজরাতে বিজেপির দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করে তোলেন। সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত আডবাণীর রথযাত্রায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
advertisement
7/8
গুজরাতে বিজেপি-কে শক্তিশালী করতে প্রায় ১০ বছর ধরে তিনি নিরলস ভাবে কাজ করেছিলেন। তারপরে ২০০২ সালে নরেন্দ্র মোদির প্রচেষ্টায় গুজরাত বিধানসভা নির্বাচনে বড় জয় পায় বিজেপি৷ সেবারই প্রথম নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।
advertisement
8/8
এর পরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে সরকার গড়ে বিজেপি৷ প্রথমবারের প্রধানমন্ত্রী হন মোদি। তারপর ২০১৯ সালে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷