PM Modi Video Call Space with Shubhanshu Shukla: মহাকাশ থেকে মোদির সঙ্গে শুভাংশুর ঐতিহাসিক আলাপচারিতা! প্রসঙ্গে গাজরের হালুয়া, সীমাহীন পৃথিবী ও বিশাল ভারত...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Modi Video Call Space with Shubhanshu Shukla: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তিনি মহাকাশে গাজরের হালুয়া, মুগডালের হালুয়া ও আমরাস নিয়ে যান এবং বলেন, বিস্তারিত জানুন...
advertisement
1/9

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এই আলাপচারিতায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদি তার শারীরিক অবস্থার খোঁজ নেন। শুভাংশু বর্তমানে Axiom-4 (Ax-4) মিশনের অধীনে স্পেসএক্সের ড্রাগন স্পেসক্র্যাফটে করে মহাকাশে অবস্থান করছেন।
advertisement
2/9
এই মিশনের জন্য শুভাংশু শুক্লা ও আরও তিনজন মহাকাশচারী ২৫ জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা করেন। ভারতের জাতীয় পতাকা মহাকাশে উত্তোলন করায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান এবং তার সুস্থতা সম্পর্কে জানতে চান। উত্তরে শুক্লা জানান, “হ্যাঁ, প্রধানমন্ত্রী, আমি ভাল আছি।”
advertisement
3/9
আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন, “আপনি এখন দেশ থেকে দূরে থাকলেও, ভারতবাসীর হৃদয়ের খুব কাছাকাছি রয়েছেন।” এই কথায় আবেগঘন হয়ে ওঠে মুহূর্তটি। মোদি আরও প্রশ্ন করেন, “আপনি তো গাজরের হালুয়া নিয়ে গেছেন মহাকাশে। সবাইকে কি খাওয়ালেন?” শুক্লা উত্তরে জানান, “আমি গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া ও আমরাস নিয়েছিলাম, এবং সবাই একসঙ্গে খেয়েছে। সবাই খুব পছন্দ করেছে।”
advertisement
4/9
মোদি জানতে চান, মহাকাশ থেকে পৃথিবীকে প্রথমবার দেখে শুভাংশুর কেমন অনুভূতি হয়েছিল। উত্তরে শুক্লা বলেন, “পৃথিবীকে বাইরে থেকে দেখে মনে হয়েছে, পৃথিবী আসলে একটি একক সত্তা। এখানে কোনো সীমানা নেই, কোনো দেশ নেই।”
advertisement
5/9
ভারতকে মহাকাশ থেকে দেখে শুক্লা জানান, “ভারত অনেক বড় দেখায়। মানচিত্রে যেমন দেখি, বাস্তবে তা আরও বিশাল। তখনই মনে হয়েছে, পৃথিবী আসলে একটাই দেশ, আর আমরা সবাই সেই একই পরিবারের অংশ।”
advertisement
6/9
মোদী যখন জানতে চান তারা এখন পৃথিবীর কোন অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছেন, তখন শুক্লা জানান, “সদ্য আমরা হাওয়াইয়ের ওপর দিয়ে উড়ে এসেছি।” তিনি বলেন, মহাকাশে থাকা অবস্থায় দিনে ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
advertisement
7/9
শুক্লা বলেন, “মহাকাশে সুস্থভাবে থাকতে ধ্যান অত্যন্ত কার্যকরী। প্রশিক্ষণ ও উৎক্ষেপণের সময় অনেক মানসিক চাপ থাকে, সেখানে ধ্যান মনকে স্থির রাখে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভারত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনও থাকবে।”
advertisement
8/9
যুবসমাজকে বার্তা দিয়ে শুক্লা বলেন, “সাফল্যের কোনও নির্দিষ্ট পথ নেই, তবে অধ্যবসায় সবসময় কাজ করে। ভারত আজ বড় স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
advertisement
9/9
Axiom-4 মিশনের অংশ হিসেবে তিনি ISS-এ পৌঁছনো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। এই মিশনে ১৪ দিন ধরে ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা হবে, যার মধ্যে ৭টি ভারতের বিজ্ঞানীদের প্রস্তাবিত।