advertisement
1/5

♦ একে সোমবার তার উপর মহাশিবরাত্রি ৷ এ বছর শিবরাত্রির তিথি একটু বেশিই বিশেষ ৷ আর শিবরাত্রিতে গুজরাতের গান্ধিনগরে ধোলেশ্বর মহাদেবের মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/5
♦ ২ দিনের গুজরাত সফরে রয়েছেন মোদি ৷ প্রথমদিন একাধিক সভায় যোগ দেন মোদি ৷ এরপর বিকেলে আমবাদাবাদের কাছে নিজের গ্রামে যান তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/5
♦ আমদাবাদের কাছে রায়সেন গ্রামে থাকেন প্রধানমন্ত্রীর মা। সোমবার বিকেলে সেখানে যান মোদি। প্রথমে গ্রামের প্রসিদ্ধ ধোলেশ্বর মন্দিরে শিবরাত্রির পুজোপাঠ করেন প্রধানমন্ত্রী। এর পর যান মায়ের সঙ্গে দেখা করতে। সেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদিও। ছবি: পিটিআই ৷
advertisement
4/5
♦ এরই সঙ্গে গুজরাতে আদালজের অন্নপূর্ণা ধামেও পুজো দেন মোদি ৷ ছবি: পিটিআই ৷
advertisement
5/5
♦ শিবরাত্রি পূণ্যতিথিতে একই সঙ্গে পর পর মহাদেব এবং দেবী অন্নপূর্ণার পুজো দিলেন তিনি ৷ ছবি: পিটিআই ৷