দীপাবলিতে দেশবাসীকে কী উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদি...? লালকেল্লা থেকে বিশাল ঘোষণা! মধ্যবিত্তের জন্য বাম্পার সুখবর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi Diwali Gift: আজ শুক্রবার ১৫ অগাস্ট দেশের ঊনআশিতম স্বাধীনতা দিবস এদিন প্রতিবছরের মতো লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদিও কোটি কোটি দেশবাসীকে হতাশ করেননি।
advertisement
1/8

আজ শুক্রবার ১৫ অগাস্ট দেশের ঊনআশিতম স্বাধীনতা দিবস এদিন প্রতিবছরের মতো লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদিও কোটি কোটি দেশবাসীকে হতাশ করেননি।
advertisement
2/8
এদিন লালকেল্লা থেকেই আসন্ন দীপাবলির বড় উপহার ঘোষণা করেছেন মোদি। তিনি তাঁর ভাষণে বলেন, এবার দীপাবলিতে সরকার সাধারণ মানুষের জন্য একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। এর ফলে দারুণ উপকৃত হবেন ব্যবসায়ীরাও।
advertisement
3/8
প্রধানমন্ত্রী জানান, এবার দীপাবলির কাছাকাছি সময়ে, পরবর্তী প্রজন্মের জিএসটি ফর্ম জারি করা হবে, যা ব্যবসায়ীদের জিএসটি রিটার্নের অসুবিধা দূর করবে। এর ফলে ব্যবসায়ীদের কেবল রিটার্ন দাখিল করা সহজ হবে না, বরং তাদের জন্য রিফান্ড পাওয়াও সহজ হবে।
advertisement
4/8
সাধারণ মানুষের জন্য কর হ্রাসের পাশাপাশি, ছোট ব্যবসায়ীদেরও এই সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, জিএসটিতে পরিবর্তনগুলি দৈনন্দিন জিনিসপত্র আরও সস্তা করবে যার পূর্ণ লাভ পাবেন দেশের সাধারণ মানুষ এবং অর্থনীতিও হবে চাঙ্গা।
advertisement
5/8
জিএসটিতে কী পরিবর্তন আসবে?প্রধানমন্ত্রী মোদি বলেন, জিএসটি বাস্তবায়নের পর থেকে ৪০ হাজারেরও বেশি সম্মতি বাতিল করা হয়েছে, যেগুলির প্রয়োজন ছিল না। তিনি বলেন যে আয়কর বিলে ২৮০ টিরও বেশি ধারা বাদ দেওয়া হয়ে।
advertisement
6/8
এখন আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমরা তাদের জন্য রিটার্ন দাখিল করা এবং ফেরত পাওয়া সহজ করে দেব।
advertisement
7/8
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে:প্রধানমন্ত্রী মোদি বলেন, দীপাবলির আগেই সাধারণ মানুষকে একটি বড় উপহার দেওয়া হবে। এর জন্য জিএসটি হার কমানোর পরিকল্পনা রয়েছে। জিএসটি হার কমানোর পর, অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে।
advertisement
8/8
উল্লেখ্য, এর আগে জিএসটি কাউন্সিল ১২% এবং ১৮% জিনিসপত্রের উপর জিএসটি হার কমানোর প্রস্তাব করেছিল। এখন প্রধানমন্ত্রী মোদির ঘোষণার পর, অনেক জিনিসপত্র সস্তা হওয়ার পথ খুলে যাবে সে বিষয়ে নিশ্চিত হওয়াতেই।