ইতিমধ্যেই ১০ হাজার টাকা পেয়েছেন প্রচুর কৃষক, আপনার রেকর্ড ঠিক থাকলে আপনিও পেতে পারেন সুবর্ণ সুযোগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অনেকটা টাকা সরাসরি আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
advertisement
1/5

ইতিমধ্যেই ৩.৭৮ কোটি কৃষক পেয়েছেন প্রধানমন্ত্রীর কৃষকদের স্কিমের বিশেষ সাহায্য ৷ Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme -র হাত ধরে কৃষকদের অ্যাকাউন্টে এসেছে ১০ হাজার করে টাকা ৷ এত কৃষক ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই স্কিমের পঞ্চম কিস্তির টাকা পেয়ে গেছেন ৷ এই কৃষকরা ২০১৮ -র ১ সেপ্টেম্বর নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন ৷ এই কৃষকদের সমস্ত রেকর্ড সঠিক থাকায় ব্যাঙ্ক অ্যাকউন্টে এই টাকা ঢুকতে কোনও অসুবিধা হয়নি ৷ তাই যাঁরা এই আর্থিক প্যাকেজ পেতে আগ্রহী তাঁদের নিজেদের রেকর্ড ঠিক রাখতে হবে ৷ এতে খতিয়ে দেখা হবে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রেভিনিউ রেকর্ড ৷
advertisement
2/5
পিএমের কিষাণ যোজনায় বছরে চাষীরা ৬ হাজার করে টাকা পান তিনটি কিস্তিতে ৷ দেশের ৭.৯৮ কোটি কৃষক ইতিমধ্যেই এই সুবিধা পান ৷ এবার এর আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে ৷ ইতিমধ্যেই সারা দেশের ১০ কোটি কৃষক নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন৷ অন্যদিকে আর বাকি রয়েছেন মোটে ৪.৪ কোটি কৃষক ৷
advertisement
3/5
এই স্কিমে পরিবার বলতে স্বামী-স্ত্রী ও নাবালিক বাচ্চাদের বোঝানো হয় ৷ এই পরিবারের অধিকারী ব্যক্তিরা নিজেদের নাম স্কিমের জন্য নথিভুক্ত করিয়ে প্রধানমন্ত্রীর স্কিমের সহায়তায় নিজের কৃষিকাজ এগিয়ে নিয়ে যেতে পারেন ৷ যদি জমি পরিবারের কোনও বয়স্ক সদস্যের নামে থাকে তাহলে তাঁর নামেই হবে অর্থ বরাদ্দ৷ এই স্কিমের সহায়তা পাওয়ার জন্য ব্যক্তির রেভিনিউ রেকর্ড, আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জরুরি ৷
advertisement
4/5
আপনি যদি প্রথম সপ্তাহে আর্থিক অনুদান না পেয়ে থাকেন তাহলে জেলা কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ সেখানেও যদি কাজ না হয় তাহলে এর জন্য বরাদ্দ হেল্পলাইন PM-Kisan Helpline 155261 या 1800115526 (Toll Free) যোগাযোগ করতে পারেন ৷ এছাড়াও মন্ত্রালয়ের আরও সাহায্যকারী নম্বর 011-24300606, 011-23381092৷
advertisement
5/5
যে কৃষকরা আগে বা বর্তমানে কোনও সাংবিধানিক পদে রয়েছেন, কিম্বা আগে বা এখন মন্ত্রী, কিম্বা জেলাস্তরে অধ্যক্ষ, বিধায়ক ,এমএলসি, বা লোকসভা বা রাজ্যসভার সদস্য তারা এই স্কিমে সাহায্য পাবেন না ৷কেন্দ্র বা রাজ্য সরকারের আধিকারিক যিনি ১০ হাজার টাকা বা তার বেশি টাকা পেনশন পান ৷ তাঁরাও এই স্কিমে টাকা পাবেন না ৷কোনও পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি. ডাক্তার , ইঞ্জিনিয়ার, সিএ. উকিল, আর্কিটেক্ট, যাঁরা চাষও করেন তাঁরাও পিএমের এই স্কিমে টাকা পাবেন না ৷ গত আর্থিক বছরে যাঁরা আয়কর দিয়েছেন তাঁরাও টাকা পাবেন না ৷ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরাও এই সুযোগ থেকে বঞ্চিত থাকবেন ৷