TRENDING:

Pinaki Mishra Mahua Moitra: মহুয়ার 'মিত্র' এবার পিনাকী মিশ্র! বার্লিনে এক হল চার হাত, কে এই পিনাকী জানেন? পরিচয়ে দারুণ চমক! রাজনৈতিক মহল তোলপাড়

Last Updated:
Pinaki Mishra Mahua Moitra: মহুয়া মৈত্রের স্বামী এই পিনাকী মিশ্র কে জানেন? ৫১ বছরের মহুয়ার সঙ্গে ৬৫ বছরের পিনাকীর বয়সের ব্যবধান ১৪ বছর। জানুন তাঁর পরিচয়...
advertisement
1/8
মহুয়ার 'মিত্র' এবার পিনাকী মিশ্র! বার্লিনে হল বিয়ে, কে এই পিনাকী জানেন? পরিচয়ে দারুণ চমক
আচমকা বিয়ে করে খবরের শিরোনামে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিদেশে একেবারেই চুপিসারে বিয়ে সেরেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পাত্র পিনাকী মিশ্র।
advertisement
2/8
কে এই পিনাকী মিশ্র জানেন? ৫১ বছরের মহুয়ার সঙ্গে ৬৫ বছরের পিনাকীর বয়সের ব্যবধান ১৪ বছর। মহুয়া বর্তমানে আদ্যপান্ত রাজনীতিক। পিনাকীও তাই। তিনি পেশায় আইনজীবী।
advertisement
3/8
মহুয়া ও পিনাকী দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। গত বছর ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন মহুয়া ও পিনাকী। সেই সময় থেকেই মহুয়া ও পিনাকীর ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে।
advertisement
4/8
মহুয়া এবং পিনাকী দু’জনেরই রাজনৈতিক জীবন শুরু কংগ্রেস থেকে। যদিও মহুয়া খুব কম সময় কংগ্রেসে ছিলেন। তবে পিনাকী ১৯৯৬ সালে প্রথম কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন পুরী থেকে।
advertisement
5/8
তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন। বিজেডি-র হয়েই ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকী। যদিও গত লোকসভা ভোটে তাঁকে টিকিট দেননি বিজেডির সর্বোচ্চ নেতা তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
advertisement
6/8
ওড়িশার রাজনীতিতে গুঞ্জন রয়েছে, মহুয়ার সঙ্গে সম্পর্কের কারণেই বিতর্ক এড়াতে পিনাকীকে প্রার্থী করেনি বিজেডি। পাল্টা এ-ও শোনা যায়, পিনাকীই আর প্রার্থী হতে রাজি হননি।
advertisement
7/8
পিনাকী মিশ্র পুরী থেকে চারবার লোকসভা নির্বাচনে জয়ী হন এবং তাঁর কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করেছেন। তিনি বিজু জনতা দলের গুরুত্বপূর্ণ নেতা এবং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা প্রমাণ করে যে তিনি জনগণের চাহিদা এবং দেশের সেবার জন্য নিবেদিত।
advertisement
8/8
তবে, তাঁর রাজনৈতিক কেরিয়ারে কিছু বিতর্কও রয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক একদমই সুস্থ নয় বলে শোনা যায়। যদিও দুটি দলের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে, তবে মহুয়া মৈত্র এবং পিনাকী মিশ্রের সম্পর্কের দৃঢ়তা রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে এখন স্বামী-স্ত্রী।
বাংলা খবর/ছবি/দেশ/
Pinaki Mishra Mahua Moitra: মহুয়ার 'মিত্র' এবার পিনাকী মিশ্র! বার্লিনে এক হল চার হাত, কে এই পিনাকী জানেন? পরিচয়ে দারুণ চমক! রাজনৈতিক মহল তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল