TRENDING:

Iran Attacks Israel: কোথায় দাম পৌঁছবে জানেন...পেট্রোল, ডিজেল আর...ইরানের যুদ্ধে জানেন কী প্রভাব পড়তে চলেছে ভারতে?

Last Updated:
একাধিক বিমানসংস্থার দাবি, এশিয়া থেকে ইউরোপের দিকে যাওয়া বিমানগুলি বিকল্প পথ হিসাবে মিশর এবং সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছতে পারে। কিংবা অশান্ত পশ্চিম এশিয়ার আকাশসীমা এড়িয়ে তুরস্ক, আজারবাইজান এবং তুর্কমেনিস্তানের আকাশপথ হয়ে গন্তব্যে যেতে পারে। যদিও দুটি ক্ষেত্রেই উড়ানের সময় এবং বিমানের জ্বালানি খরচ বাড়বে।
advertisement
1/9
কোথায় দাম পৌঁছবে জানেন, পেট্রোল, ডিজেল আর...ইরানের যুদ্ধের কী প্রভাব পড়তে চলেছে ভারতে?
ভয়ঙ্কর অবস্থা মধ্য প্রাচ্যে৷ ইজরায়েল-ইরান যুদ্ধে দুই দেশ পরস্পর লক্ষ্য করে হামলা চালাচ্ছে আকাশপথে৷ একদিকে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, অন্যদিকে, ইজরায়েলের আয়রন ডোম ভেঙে চুরমার করে দিয়ে ইজরায়েলের তেল আভিভ ছারখার করে দিয়েছে ইরান৷ কিন্তু, প্রশ্ন হচ্ছে, এই ইরান-ইজরায়েল যুদ্ধে কী প্রভাব পড়তে চলেছে ভারতের উপর? আসুন দেখে নেওয়া যাক এক নজরে৷
advertisement
2/9
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইরান-ইজরায়েলের যুদ্ধের জেরে ভাড়া বাড়তে পারে আন্তর্জাতিক বিমানের৷ কারণ, ইউরোপগামী বিমানের যাত্রাপথ বারবার বদল করা হচ্ছে। ইরান-ইজরায়েল সংঘাতের কারণে বন্ধ রাখা হয়েছে এয়ারস্পেস। ফলে স্বাভাবিক যে রুট ধরে বিমান যাতায়াত করত, তা কার্যত বন্ধ। ইতিমধ্যেই একাধিক উড়ান সংস্থার তরফে তাদের যাতায়াতের অসুবিধার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। জারি করা হয়েছে ট্রাভেল অ্যাডভাইজরি।
advertisement
3/9
ইরানের পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালাল ইজরায়েল। যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে রাজধানী তেহরান-সহ একের পর এক ইরানি শহরে। আর ইজরায়েলের হামলার পরই গোটা ইরানে জারি হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের অসামরিক বিমান পরিষেবা। পড়শি দেশে ইজরায়েলের ড্রোন হামলার পরই ইরাক ও জর্ডন তাঁদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে তিন দেশের আকাশপথ ব্যবহার করতে পারছে না কোনও বিমান।
advertisement
4/9
যার জেরে বৃহস্পতিবার রাত থেকেই বিশ্বের বিভিন্ন দেশের বিমান পরিষেবা ব্যাহত। কারণ, ইরাক-ইরানের মধ্যবর্তী জায়গার ‘এয়ারস্পেস’ এশিয়া থেকে ইউরোপ কিংবা পশ্চিমি দেশগুলিতে বিমান যাতায়াতের সবচেয়ে ব্যস্ততম রুট। প্রতিমুহূর্তে এই রুট ধরে কয়েকশো বিমান এশিয়া থেকে ইউরোপ-আমেরিকার মধ্যে চলাচল করে। ভারত থেকেও পশ্চিমি দেশগুলিতে বিমান চলাচলের ক্ষেত্রে এই রুট ব্যবহার হয়।
advertisement
5/9
এছাড়াও ইংল্যান্ড কিংবা উত্তর ইউরোপের কোনও দেশে যাতায়াতের ক্ষেত্রে ভারত থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা হয়। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে ভারত। তার জেরে লন্ডন বা ইউরোপগামী বিমানগুলি ভারত থেকে বিকল্প রুটে গন্তব্যে পৌঁছচ্ছে।
advertisement
6/9
একাধিক বিমানসংস্থার দাবি, এশিয়া থেকে ইউরোপের দিকে যাওয়া বিমানগুলি বিকল্প পথ হিসাবে মিশর এবং সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছতে পারে। কিংবা অশান্ত পশ্চিম এশিয়ার আকাশসীমা এড়িয়ে তুরস্ক, আজারবাইজান এবং তুর্কমেনিস্তানের আকাশপথ হয়ে গন্তব্যে যেতে পারে। যদিও দুটি ক্ষেত্রেই উড়ানের সময় এবং বিমানের জ্বালানি খরচ বাড়বে।
advertisement
7/9
সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের তিনদেশের আকাশসীমা ও ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিমান চলাচলে। বিশ্বের পূর্ব-পশ্চিমের মধ্যে বিমান চলাচল কার্যত গভীর অনিশ্চয়তার মুখে। এদিনও একাধিক বিমানকে রিশিডিউল করা হচ্ছে। এর মধ্যে ঘুরপথে যাত্রা করতে গেলে আশঙ্কা বাড়বে টিকিটের দাম।
advertisement
8/9
ইরান ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির পরেই মধ্য প্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা ঘনাচ্ছে। এদিকে শুক্রবার অপরিশোধিত তেলের দামে ১২.৪৫ শতাংশ ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। যা কয়েক মাসে সর্বোচ্চ।
advertisement
9/9
ফিলিপ নোভা-র সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সচদেবা বলেন যে, ইরান জরুরি অবস্থা ঘোষণা করার পরে এটা কেবল তেল সরবরাহে ব্যাঘাতের ঝুঁকিই বাড়াচ্ছে না, সেই সঙ্গে তা অন্যান্য প্রতিবেশী তেল উৎপাদনকারী দেশগুলিতেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। তেলের দাম বাড়লে শুধু পেট্রোল-ডিজেলের দাম বাড়বে তা-ই নয়, দাম বাড়বে প্রতিটা ছোট খাট জিনিসের য়া ইমপোর্ট এক্সপোর্ট হয়৷ তা সব্জি, তেল মশলা থেকে শুরু করে যে কোনও ব্যবসার জিনিসপত্র পর্যন্ত৷
বাংলা খবর/ছবি/দেশ/
Iran Attacks Israel: কোথায় দাম পৌঁছবে জানেন...পেট্রোল, ডিজেল আর...ইরানের যুদ্ধে জানেন কী প্রভাব পড়তে চলেছে ভারতে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল