TRENDING:

‘আমার দু'টো হাত জায়গায় আছে তো? চরম যন্ত্রণায় ভেবেছিলেন কোঝিকোড়ের অভিশপ্ত প্লেনের যাত্রী

Last Updated:
দুঃসহ শারীরিক ও মানসিক যন্ত্রণার সেই কালো রাতে সামনে নাচছিল সাক্ষাৎ মৃত্যু!
advertisement
1/6
‘আমার দু'টো হাত জায়গায় আছে তো?  কোঝিকোড়ের অভিশপ্ত প্লেন যাত্রীর জবানবন্দি
কোঝিকোড়ের মারাত্মক বিমান দুর্ঘটনার ক্ষত এখনও সকলের মনেই তাজা৷ দুবাই থেকে আসা সেই ১৯০ জন যাত্রীবাহী বিমানের দুর্ভাগ্যের-দুঃসহ রাতের কথা ভাবলেই শিউড়ে উঠতে হয়৷ আর যাঁদের ওপর দিয়ে ওই রাত বয়ে গেছে তাঁদের কীরকম ছিল ওই রাতটা৷ অভিশপ্ত ওই প্লেনের যাত্রী ছিলেন আশিক পেরুম্বল৷ নিজের ভাই ও বন্ধুর সঙ্গে আসছিলেন কোচি৷ কেমন ছিল সেই ত্রাসের রাত,ঠিক কী হয়েছিল তাঁর জবানিতে তিনি নিজেই তুলে ধরেন ৷ Photo- File
advertisement
2/6
দুর্ঘটনাগ্রস্ত প্লেনটি ছাড়ার কথা ছিল দুপুর ১.৩০ নাগাদ৷ কিন্তু প্লেন ছাড়ার অনেক আগেই তাঁরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন৷ কারণ করোনা ভাইরাস অতিমারিতে বিশেষ স্ক্রিনিং চলছে বিমানবন্দরে৷ তাই অনেকটা আগেই পৌঁছে গিয়েছিল তাঁরা৷ তবে বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে৷ বিমান ছাড়ে ২.০৫ ৷ বিমানের কোনও যাত্রীই করোনা আবহের জেরে সফর চলাকালীন টয়লেটে যাননি কিম্বা মুখ থেকে কেউ মাস্ক ৷Photo- File
advertisement
3/6
এদিকে নামার সময় কিছু একটা গণ্ডগোল হচ্ছে বুঝতে পারেন যাত্রীরা ৷ প্লেন ল্যান্ড করবে ঘোষণার একঘণ্টা পরেও প্লেন নামেনি, তারও ১০ মিনিট কেটে যাওয়ার পরেও প্লেন নামেনি৷ প্লেনে থাকাকালীন তাঁদের মনে হচ্ছিল প্লেনটি বারবার উঠছে -নামছে৷ প্রথমবারের চেষ্টায় এয়ারপোর্টের মাটি ছুতে পারেনি প্লেন৷ দ্বিতীয় ল্যান্ডিংয়ের চেষ্টার সময় প্লেনের মধ্যে যাত্রীদের জন্য কোনওরকম ঘোষণা করা হয়নি৷ ফ্লাইট প্রায় মাটি ছুয়েছে এই অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গেই প্লেনের যাত্রীরা বুঝতে পারেন যে মাটি না ছুয়েই কোনও একটা ঢালু জায়গা বরাবর নেমে যাচ্ছে প্লেন৷Photo- File
advertisement
4/6
এরপরেই মাটি স্পর্শ করে প্লেনের চাকা, এরপরেই হয় প্রবল শব্দ, জার্কিং, আর প্লেনের যাত্রীরা বুঝতে পারেন দ্রুতগতিতে একটি ঢাল দিয়ে এগোচ্ছে প্লেন৷ প্লেনের ওপর বিমানচালকদের কোনও নিয়ন্ত্রণ নেই সেটা সেই সময়েই নিশ্চিত হয়ে গিয়েছিল৷ বিমানের যাত্রীটি বলেছেন যে এরপরেই বিমানটি একদিকে হেলে যায়, তারপর প্লেনটি ২ টুকরো হয়ে যায়৷Photo- File
advertisement
5/6
আশিকের বয়ানে সেই সময় তিনি ককপিট অবধি দেখতে পাচ্ছিলেন কিন্তু নড়াচড়ার ক্ষমতা যেন হারিয়েছিল৷ দেখতে পারছিলেন প্লেনের মহিলা ও শিশুরা চরম আতঙ্কিত৷ কোনওরকমে সিটবেল্ট খুলে আপদকালীন দরজার দিকে এগোন তিনি৷ ভাইকেও সঙ্গে আসতে বলেন৷ কিন্তু প্লেন থেকে নেমে হারিয়ে ফেলেন ভাইকে৷ এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন৷Photo- File
advertisement
6/6
জ্ঞান আসে অসহ্য যন্ত্রণায়৷ তিনি তাঁর ভাইকে এবার দেখতে পান৷ তিনি জিজ্ঞাসা করেন তাঁর হাত ২টি কী আদৌ আছে৷ তাঁর ভাই তাঁকে আশ্বস্ত করে সব আছে৷ এই সময় তাঁদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছয়৷ হাসপাতালে তিনি জানতে পারেন তার ২টি কাঁধই ভেঙে গেছে৷ তাঁর ভাইয়ের মাথায় চোট লেগেছিল, তাঁর বন্ধুর চারটি ফ্র্যাকচার হয়েছিল৷ কিন্তু তাও অভিশপ্ত রাত তাঁদের শরীরে ও মনে ক্ষত তৈরি করলেও ঈশ্বরের আশীর্বাদে তাঁরা সকলেই বেঁচে ছিলেন এটাই এখন মত আশিকের৷ Photo- File
বাংলা খবর/ছবি/দেশ/
‘আমার দু'টো হাত জায়গায় আছে তো? চরম যন্ত্রণায় ভেবেছিলেন কোঝিকোড়ের অভিশপ্ত প্লেনের যাত্রী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল