Solar Eclipse: কবে, কখন কোথা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ! এবার না দেখলে অপেক্ষা করতে হবে ১০ বছর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Surya Grahan 2022: সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ যখন পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয় সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছয় না৷ সূর্য গ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়৷
advertisement
1/8

#কলকাতা: কয়েক সপ্তাহ আগেই পৃথিবী বৃহস্পতির কাছাকাছি চলে এসেছিল৷ ১০৭ বছরের মধ্যে সবচেয়ে কাছে এসেছিল বৃহস্পতি ও পৃথিবী৷ ফের একবার মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী৷ সূর্য, চাঁদ, পৃথিবী সবকিছু এক সরলরেখায় আসবে৷ যদিও ভারতে আংশিক সূর্য গ্রহণের সাক্ষী হবে ২৫ অক্টোবর৷ Photo Courtesy- NASA
advertisement
2/8
কখন সূর্যগ্রহণ শুরু হবে? আংশিক সূর্যগ্রহণ অক্টোবরের ২৫ তারিখ শুরু হবে সকাল ৮.৫৮ , এবং শেষ হবে ১.০২ তে৷ এই সময় ম্যাগনিটিউড হবে ০.৮৬২৷ Photo- File
advertisement
3/8
কোথায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে? এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম , কলকাতা জানিয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিন, ভারত এবং প্রতিবেশী দেশে এই গ্রহণ দেখা যাবে৷ উত্তর ভারত মহাসাগরেও এই আংশিক গ্রহণ দেখা যাবে৷ Photo Courtesy- NASA
advertisement
4/8
আংশিক সূর্যগ্রহণ পরেরবার কবে হবে? আংশিক সূর্যগ্রহণ এরপর হবে ২৯ মার্চ ২০২৫, যদিও সেটা ভারত থেকে দেখা যাবে না৷ আংশিক সূর্যগ্রহণ ফের ভারত থেকে দেখা যাবে ৩ নভেম্বর ২০৩২ তে৷
advertisement
5/8
সূর্য গ্রহণ তখনই হয় যখন চাঁদ যখন পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয় সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছয় না৷ সূর্য গ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়৷ যখন সূর্যগ্রহণ হয় তখন আংশিক সূর্যগ্রহণে মনে সূর্যে কামড় বসিয়েছে৷ আর যখন সূর্যগ্রহণ পূর্ণগ্রাস হয় তখন পুরো সূর্যটাই অদৃশ্য হয়ে যায়৷ Photo Courtesy- NASA
advertisement
6/8
আংশিক সূর্যগ্রহণ অমাবস্যায়৷ শিল্পী গুপ্তা সায়েন্টিফিক অফিসার এমপি বিড়লা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের এমপি বিড়লা৷ প্ল্যানেটেরিয়ামের পক্ষ থেকে বলেছেন চাঁদের কক্ষপথে সমতলের কারণে এটা হয়েছে৷ সূর্য- পৃথিবী প্লেন একরকম নয়৷ পৃথিবী ও চাঁদের অ্যাঙ্গেল 5.1o৷ Photo- File
advertisement
7/8
ইন্টারসেকটিং পয়েন্টে দুটো কক্ষপথ অর্থাৎ পৃথিবী ও চাঁদকে বলে নোডস৷ অমাবস্যা প্রতি চন্দ্রমাসে একবার হয়৷ কিন্তু গ্রহণ সবসময়ে হয় যখন চাঁদ একটি বিশেষ অ্যাঙ্গেলে থাকে৷ Photo- File
advertisement
8/8
শিল্পী গুপ্তা আরও বললেন, ‘‘২৫ অক্টোবর চাঁদের ফেজ আসবে ভারতীয় সময় বিকেল ৪ টা ১৯ মিনিটে আর চাঁদ সেটা পার করে যাবে ২৬ অক্টোবর ১২ টায়৷ ’’ Photo- File