ভারত পাকিস্তান আক্রমণ করলে...'পৃথিবীর শেষ, কেউ বাঁচবে না!' উত্তেজনার মাঝে বিস্ফোরক দাবি পাক মন্ত্রীর!
- Published by:Tias Banerjee
Last Updated:
India Pakistan: পহেলগামে ভয়ঙ্কর জঙ্গি হামলার পরে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার আবহে ফের উসকানিমূলক হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।
advertisement
1/9

ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে যে তাঁরা অবশ্যই পহেলগাঁওতে হামলার প্রতিশোধ নেবে। এই প্রসঙ্গে, ৭ মে সারা দেশের ২৪৪টি জেলায় একটি মক ড্রিল অনুষ্ঠিত হতে চলেছে। ১৯৭১ সালের পর এটিই প্রথম বড় ধরনের মক ড্রিল। ড্রিল চলাকালীন, ব্ল্যাকআউট থাকবে এবং সাইরেন বাজানো হবে, যা মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ইঙ্গিত দেবে। (Representative Image/AI)
advertisement
2/9
ভারত যখন সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে, উত্তেজনার আবহে ফের উসকানিমূলক হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তাঁর দাবি, “যদি ভারত পাকিস্তান আক্রমণ করে এবং আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে, তাহলে দুনিয়ায় কেউ বাঁচবে না।” ভারত সাহস দেখালে সব ধ্বংস করে দেওয়ার হুমকি পাকমন্ত্রীর।
advertisement
3/9
গাজায় ইজরায়েলের সামরিক অভিযানের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও টেনেছেন আসিফ। তিনি বলেন, “যদি আমাদের সঙ্গেও তাই হয়, তাহলে হয় আমরা বাঁচব, না হলে কেউই থাকবে না।”
advertisement
4/9
২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়, যাঁদের মধ্যে বিদেশিরাও ছিলেন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ওই হামলার দায় প্রথমে স্বীকার করলেও পরে পিছিয়ে আসে লস্কর-ঘনিষ্ঠ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)।
advertisement
5/9
এর আগে আসিফ দাবি করেছিলেন, ভারত যে কোনও সময় নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাতে পারে। তাঁর কথায়, “নয়াদিল্লি যদি এমন কিছু করে, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে।”
advertisement
6/9
তিনি আরও বলেন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন পহেলগাঁও হামলার বিষয়ে। তাঁর মতে, এতে স্পষ্ট হবে, এর পিছনে সত্যিই ভারতের কোনও হাত আছে কি না, না কি কোনও অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত।
advertisement
7/9
এছাড়াও পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের তরফে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে বলে “বিশ্বস্ত গোয়েন্দা রিপোর্ট” রয়েছে।
advertisement
8/9
ইতিমধ্যেই একাধিক উসকানিমূলক মন্তব্য করেছেন খাওয়াজা আসিফ। কিছুদিন আগেই তিনি হুমকি দেন, ভারতের তরফে যদি সিন্ধু জলচুক্তির অধীনে পাকিস্তানের জন্য নির্ধারিত জল সরিয়ে নেওয়ার কোনও পরিকাঠামো তৈরি করা হয়, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। এমনকি কাশ্মীর ইস্যুতে “সম্পূর্ণ যুদ্ধ” শুরুর হুঁশিয়ারিও দেন তিনি।
advertisement
9/9
পাক মন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিজেপি। বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, “খাওয়াজা আসিফের মন্তব্য থেকে স্পষ্ট, পাকিস্তানের মনে ভয় বাসা বেঁধেছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী হলেও বাস্তবে কোনও নিয়ন্ত্রণে নেই, কেবল হুমকি দিয়েই যাচ্ছেন। ভয়েই তাঁরা ঘুমাতে পারছেন না।”