TRENDING:

কেন জম্মুর বসতি এলাকাকে টার্গেট করল পাকিস্তান? বিরাট এই 'ষড়যন্ত্রের' কথা জানলে চমকে যাবেন!

Last Updated:
Pakistan Attack In Jammu: পীর পঞ্জাল পর্বতের সঙ্গে পাকিস্তান সেনার বিশেষ সম্পর্ক, জম্মুর আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করার পিছনে কী ষড়যন্ত্র?
advertisement
1/8
কেন জম্মুর বসতি এলাকাকে টার্গেট করল পাকিস্তান? বিরাট এই 'ষড়যন্ত্রের' কথা জানলে চমকাবেন‘
পহেলগাঁওয়ে হিন্দু হত্যাকাণ্ডের বদলা নিতে ভারত ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে এবং পাকিস্তানের ভিতরে থাকা জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলি ধ্বংস করে। জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইয়েবা-র গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। নিহত জঙ্গিদের জানাজায় পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতি প্রমাণ করে কতটা গভীর সম্পর্ক রয়েছে সেনা ও জঙ্গিদের মধ্যে। (Representative Image: AI)
advertisement
2/8
সেখানে উপস্থিত ছিল কুখ্যাত জঙ্গি আব্দুল রউফ, যিনি আমেরিকার নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। এটি ছিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের জন্য বড় ধাক্কা, কারণ এই জঙ্গিগোষ্ঠীগুলি আসলে পাকিস্তান সেনার প্রক্সি হিসেবে ভারতে সন্ত্রাস ছড়ানোর কাজ করে। (Representative Image: AI)
advertisement
3/8
পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে। জবাবে ভারত ৯ ও ১০ মে-র রাতের মধ্যে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি—নূর খান (রাওয়ালপিন্ডি), রফিকি ও মুরিদ ধ্বংস করে দেয়। এরপর থেকেই পাকিস্তান সেনা জম্মু রেঞ্জের আবাসিক এলাকাগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করে। (Representative Image: AI)
advertisement
4/8
এই কৌশলের মূল উদ্দেশ্য হল পীর পঞ্জাল পর্বতশ্রেণিকে ব্যবহার করে জইশ জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানো। এই অঞ্চল ঘন অরণ্যে ঢাকা এবং চরম দুর্গম। গত এক বছরে এই অঞ্চল ব্যবহার করেই একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে। পহেলগামে ২২ এপ্রিল পর্যটকদের উপর যে কাপুরুষোচিত হামলা হয়েছিল, তার দায়ীদেরও এই পথেই পালাতে দেখা যায়। (Representative Image: AI)
advertisement
5/8
পাকিস্তানের অব্যাহত গোলাবর্ষণ: পাকিস্তান এখন জম্মুর আবাসিক এলাকাগুলির উপর নিয়মিত মর্টার ও গোলাবারুদ নিক্ষেপ করছে। এর উদ্দেশ্য হল ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলির কৌশলগত মনোযোগ সরিয়ে কাশ্মীরের এলওসি থেকে জম্মুর দিকে টেনে আনা।  (Representative Image: AI)
advertisement
6/8
এটা একপ্রকার বিভ্রান্তিমূলক ষড়যন্ত্র। সে কারণেই পাকিস্তান সেনা সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা সেক্টরের ভারতীয় পোস্টগুলির দিকেও জোরালো গুলি চালাচ্ছে। এর যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী। (Representative Image: AI)
advertisement
7/8
পাকিস্তান হয়তো একটা ভুল ধারণায় ভুগছে। তারা ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্র দিয়ে দিল্লিকে লক্ষ্য করতে চেয়েছিল, কিন্তু সেটি সিরসার আকাশেই ধোঁয়ায় পরিণত হয়। (Representative Image: AI)
advertisement
8/8
সুতরাং, যদি পাকিস্তান পীর পঞ্জালের ঘন অরণ্যে কাপুরুষোচিত লড়াই চালিয়ে কোনও ভুল ধারায় থাকে, তবে সেটা ওদের মারাত্মক ভুল। ভারতের সেনাবাহিনী ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়েই যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/দেশ/
কেন জম্মুর বসতি এলাকাকে টার্গেট করল পাকিস্তান? বিরাট এই 'ষড়যন্ত্রের' কথা জানলে চমকে যাবেন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল