একেবারে পারমাণবিক যুদ্ধ! ভারতকে চরম হুঁশিয়ারি পাকিস্তানের, পহেলগাঁও হামলার প্রতিশোধ ভয়ে কাঁপুনি শুরু
- Published by:Tias Banerjee
Last Updated:
India-Pakistan War: ভারতের বিরুদ্ধে সামরিক হামলার আশঙ্কা তুলে পাকিস্তানের রাষ্ট্রদূত হুমকি দিলেন ‘পূর্ণ শক্তি প্রয়োগ’-এর, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিতও।
advertisement
1/12

ভারতের বিরুদ্ধে সামরিক হামলার আশঙ্কা তুলে পাকিস্তানের রাষ্ট্রদূত হুমকি দিলেন ‘পূর্ণ শক্তি প্রয়োগ’-এর, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিতও।
advertisement
2/12
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম RTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের রাশিয়াস্থ রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি দাবি করেন, ইসলামাবাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, ভারত পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে সামরিক হামলার পরিকল্পনা করছে। (Representative Image: AI)
advertisement
3/12
তিনি বলেন, “কিছু ফাঁস হওয়া নথি থেকে জানা গিয়েছে যে পাকিস্তানের নির্দিষ্ট কিছু অঞ্চলে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আমাদের মনে হচ্ছে, এই হামলা আসন্ন।” (Representative Image: AI)
advertisement
4/12
খালিদ জামালি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের সমর্থনপুষ্ট এবং প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দেবে। তিনি বলেন, “আমরা পাকিস্তানে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করব—সাধারণ ও পারমাণবিক উভয়ই।”
advertisement
5/12
তিনি আরও বলেন, ভারতের তরফে যদি সিন্ধু জলচুক্তি বাতিল করে জল আটকে দেওয়া বা অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটিকে পাকিস্তানের বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা” বলে ধরা হবে।
advertisement
6/12
তিনি বলেন, “নিম্ন অববাহিকার জল কেড়ে নেওয়ার বা অন্যদিকে সরিয়ে দেওয়ার কোনও চেষ্টাই হবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল, এবং তাতে আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করে জবাব দেব।” (File Image: X)
advertisement
7/12
গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের একাধিক মন্ত্রী এবং কূটনীতিক ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে চলেছেন। জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটকের হত্যাকাণ্ডের পর ভারত পাল্টা কূটনৈতিক পদক্ষেপ নেওয়ায় আতঙ্কে পাকিস্তান লাগাতার এমন ভাষায় কথা বলছে। (Representative Image: AI)
advertisement
8/12
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, ভারতের তৈরি কোনও জলাধার যদি পাকিস্তানের প্রাপ্য জল আটকে রাখে, তবে তারা সেটিকে গুঁড়িয়ে দেবে। এ ছাড়া কাশ্মীর ইস্যুতে “সম্পূর্ণ যুদ্ধ” শুরুর হুমকিও দেন তিনি। (Representative Image: AI)
advertisement
9/12
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ বাঁধলে, তা পরিণত হতে পারে পারমাণবিক যুদ্ধেও।” (File Image: X)
advertisement
10/12
এছাড়াও পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ও আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত শেখ রিজওয়ানও ভারতকে পারমাণবিক হুমকি দিয়েছেন, কখনও প্রত্যক্ষ আবার কখনও পরোক্ষভাবে। (File Image: X)
advertisement
11/12
এদিকে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুরের সীমান্তবর্তী এলাকায় টানা দশ রাত ধরে গুলির লঙ্ঘন চালাচ্ছে পাকিস্তানি সেনা। ভারতীয় সেনা তার জবাব দিচ্ছে উপযুক্তভাবে। (File Image: X)
advertisement
12/12
গত ২২ এপ্রিল পহেলগাঁওতে পর্যটকদের উপর অন্যতম ভয়ঙ্কর হামলায় লস্কর-ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) গুলি চালিয়ে হত্যা করে অন্তত ২৬ জনকে, যাঁদের মধ্যে বিদেশি পর্যটকরাও ছিলেন। এই ঘটনার পর ভারতের তরফে কূটনৈতিক সম্পর্ক একপ্রকার ছিন্ন করা হয়—সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানি কূটনীতিক বহিষ্কার, আকাশপথ বন্ধ করে দেওয়া, এমনকি সামরিক প্রতিনিধিদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও শিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। (File Image: X)