TRENDING:

Vinay Narwal Pahalgam Victim: হাত থেকে ওঠেনি মেহন্দির রঙ, মাত্র ৬ দিনেই দাম্পত্যজীবন শেষ হল সন্ত্রাসবাদীর গুলিতে, স্বামীর মরদেহের পাশে হিমাংশির ছবি ঘুরছে সর্বত্র

Last Updated:
Pahalgam Terrorist Tourist Attack: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হানায় যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দেশের এক বীর জওয়ান। নাম তাঁর বিনয় নারওয়াল (Vinay Narwal)। তাঁর স্ত্রীর নাম হিমাংশি (Himanshi Narwal)। সন্ত্রাসী হানার মাত্র ৬ দিন আগে তাঁদের বিয়ে হয়েছে, বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে ২ দিন আগে। সম্প্রতি তাঁরা ছিলেন কাশ্মীরে।
advertisement
1/6
হাত থেকে ওঠেনি মেহন্দির রঙ, মাত্র ৬ দিনেই দাম্পত্যজীবন শেষ হল সন্ত্রাসবাদীর গুলিতে
বিবাহ এবং পরবর্তীতে দাম্পত্যে বিচ্ছেদের খবর প্রায়শই উঠে আসে সংবাদমাধ্যমে। এই মুহূর্তে যে খবর দেশকে স্তম্ভিত করে রেখেছে, তাও একদিক দিয়ে দেখতে গেলে সেরকমই। শুধু, এই বিচ্ছেদে হাত রইল সন্ত্রাসবাদীদের। স্বামীর নিথর দেহ নিয়ে পাথরপ্রতিমা এক স্ত্রীর ছবি তার পর থেকেই ভাইরাল। (Photo: Social Media)
advertisement
2/6
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হানায় যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দেশের এক বীর জওয়ান। নাম তাঁর বিনয় নারওয়াল। তাঁর স্ত্রীর নাম হিমাংশি। সন্ত্রাসী হানার মাত্র ৬ দিন আগে তাঁদের বিয়ে হয়েছে, বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে ২ দিন আগে। সম্প্রতি তাঁরা ছিলেন কাশ্মীরে। সেখানেই সন্ত্রাসবাদীর গুলিতে বিনয়ের মৃত্যু হয়েছে। (Photo: Social Media)
advertisement
3/6
বিনয় হরিয়ানার করনাল শহরের সেক্টর ৭-এর বাসিন্দা ছিলেন। দুই বছর আগে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৬ এপ্রিল রিসেপশনের পর তাঁরা ২১ এপ্রিল মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে যান। ঘটনার পর থেকে তাঁর বাড়িতে নেমে এসেছে নীরবতা, পরিবারের কিছু সদস্য শ্রীনগর চলে গিয়েছেন। ২৬ বছর বয়সী বিনয় বর্তমানে কোচিতে পোস্টেড ছিলেন। তাঁর বুক, ঘাড়, বাম বাহুতে সন্ত্রাসবাদীরা গুলি করে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসার পর মধ্যরাতেও সংবাদমাধ্যম বিনয়ের বাড়িতে পৌঁছেছিল। তবে পরিবারের পক্ষ থেকে কারও সঙ্গে কোনও কথা বলা হয়নি। (Photo: AP)
advertisement
4/6
অন্য দিকে, পহেলগাঁওয়ের এই ঘটনার পর বিনয়ের স্ত্রী হিমাংশির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওয় হিমানি জানিয়েছেন যে বিনয় ভেলপুরি খাচ্ছিলেন। এই সময়ে সন্ত্রাসবাদীরা বুঝতে পারে যে তিনি মুসলিম নন, এর পরেই তাঁকে গুলি করে। বিনয়ের গ্রাম ভুসলির প্রধান সুরেন্দ্র কুমারও এই বিষয়ে তাঁর সমবেদনা ব্যক্ত করেছেন। বলেছেন, "আমাদের গ্রামের ছেলেটি নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিযুক্ত ছিল। সন্ধ্যার দিকে খবর পাওয়া যায় যে, সন্ত্রাসী হামলায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিনয়ের বিয়ে হয় ১৩ এপ্রিল। গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে"। (Photo: AP)
advertisement
5/6
পহেলগাঁওয়ের এই সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাঁদের বেশিরভাগই পর্যটক। মঙ্গলবার সন্ধ্যায় পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। জানা গিয়েছে যে তারা ধর্ম জিজ্ঞাসা করে মানুষকে টার্গেট করেছিল। (Photo: AP)
advertisement
6/6
অন্য দিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি বলেছেন, ‘‘জম্মু ও কাশ্মীরে আমাদের পর্যটকদের উপরে কাপুরুষোচিত এবং পরিকল্পিত আক্রমণ দুর্ভাগ্যজনক। এর যতই নিন্দা করা হোক না কেন... এই শোকের মুহূর্তে যাঁরা তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁদের পাশে সরকার দাঁড়িয়ে আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি বিদেহী আত্মাদের তাঁর চরণে স্থান দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এই শোক সহ্য করার শক্তি দেন। যারা এই কাপুরুষোচিত কাজটি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ (Photo: AP)
বাংলা খবর/ছবি/দেশ/
Vinay Narwal Pahalgam Victim: হাত থেকে ওঠেনি মেহন্দির রঙ, মাত্র ৬ দিনেই দাম্পত্যজীবন শেষ হল সন্ত্রাসবাদীর গুলিতে, স্বামীর মরদেহের পাশে হিমাংশির ছবি ঘুরছে সর্বত্র
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল