Pahalgam Terror Attack: প্রাণ বিপন্ন করে রেকর্ড করেছিলেন ঘটনা, এখন সেই ভিডিওগ্রাফারের সূত্রেই পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নয়া মোড় !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Kashmir Pahalgam Terror Attack: নিউজ18 এক্সক্লুসিভ এই খবর পেয়েছে। কাশ্মীরের বৈসরন উপত্যকায় এক ভিডিওগ্রাফার পর্যটকদের রিল তৈরি করে দেন। তাঁর সহায়তাতেই এবার জাতীয় তদন্ত সংস্থার হাতে কিছু ‘ক্লু’ এসে পৌঁছেছে।
advertisement
1/9

রিল তৈরি করা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অনেকেই। যেখানে প্রাণ যাওয়ার ম্ভাবনা রয়েছে, সেখানেও চলেছে রেকর্ডিং। অনেককে তার খেসারতও দিতে হয়েছে। তবে, ২২ এপ্রিল, ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা ঘটে গিয়েছে, তার ভিডিও ভাগ্যিস তোলা হয়েছিল, এ কথাই বলতে হয়। (Photo: Social Media)
advertisement
2/9
নিউজ18 এক্সক্লুসিভ এই খবর পেয়েছে। কাশ্মীরের বৈসরন উপত্যকায় এক ভিডিওগ্রাফার পর্যটকদের রিল তৈরি করে দেন। তাঁর সহায়তাতেই এবার জাতীয় তদন্ত সংস্থার হাতে কিছু ‘ক্লু’ এসে পৌঁছেছে। (Photo: AP)
advertisement
3/9
জানা গিয়েছে যে ওই ভিডিওগ্রাফার গুলি চালানোর সময়ে দৌড়ে এক গাছে প্রাণ বাঁচাতে উঠে পড়েন। তবে, সেই সময়েও তিনি ঘটনা রেকর্ড করে রেখেছেন তাঁর ক্যামেরায়। সেই ফুটেজ এবার জাতীয় তদন্ত সংস্থার হাতে এসেছে। এখন জাতীয় তদন্ত সংস্থা সেই ভিডিওগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাঁর ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যায় যে এটি সন্ত্রাসবাদীদের এবং তাদের সম্ভাব্য ওভারগ্রাউন্ড কর্মীদের শনাক্ত করতে সাহায্য করবে। (Photo: AP)
advertisement
4/9
প্রত্যক্ষদর্শীদের বিবরণ: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে চারজন সন্ত্রাসী দুই দলে ভাগ হয়ে দুই দিক থেকে অতর্কিতভাবে গুলি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, দু’জন এক খাবারের দোকানের পিছনে লুকিয়ে ছিল। (Photo: AP)
advertisement
5/9
একজন অফিসার বলেন, দুপুর আড়াইটের দিকে দোকানের আড়ালে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা বেরিয়ে আসে। তারা পর্যটকদের তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে। কিছু লোককে কলমা পড়তে বলা হয়। যারা পারেনি, তাদের গুলি করে হত্যা করা হয়। (Photo: AP)
advertisement
6/9
সুপরিকল্পিত এক হামলা: লক্ষ্যণীয় যে এই হামলায় প্রতিটি পর্যটকের মাথায় গুলি করা হয়েছিল। জাতীয় তদন্ত সংস্থারও বিশ্বাস এটা পরিকল্পিত এক হানা ছিল। প্রথমে চারজন পর্যটক নিহত হওয়ার পর সবাই ছুটে পালাতে থাকে। ঠিক এই সময়ে বাকি দুই সন্ত্রাসবাদী জিপলাইনের কাছে এসে পালিয়ে যেতে থাকা জনতার উপরে গুলি চালায়। (Photo: AP)
advertisement
7/9
সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোনও লুট করে, একটি এক পর্যটকের এবং আরেকটি এক স্থানীয় ব্যক্তির। দুটি মোবাইল ফোনই এখন বন্ধ, কিন্তু তাদের মাধ্যমে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ শনাক্ত করার চেষ্টা চলছে। (Photo: AP)
advertisement
8/9
AK-47 এবং M4-এর খালি কার্তুজ কী নির্দেশ করে? ঘটনাস্থল থেকে AK-47 এবং M4 রাইফেলের খালি কার্তুজও উদ্ধার করেছে জাতীয় তদন্ত সংস্থা। একজন কর্মকর্তা বলেন, আফগান যুদ্ধের পর থেকে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা M4 রাইফেল ব্যবহার করে আসছে, যা এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। (Photo: AP)
advertisement
9/9
হামলায় জড়িত এক সন্ত্রাসবাদীকে চিহ্নিত করাও সম্ভব হয়েছে। তার নাম আদিল থোকার। সে ২০১৮ সালে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিল। পরে সে বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর-ই-তৈবাতে যোগ দেয়। ২০২৪ সালে কাশ্মীরে ফিরে আসে। থোকারের বিরুদ্ধে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের লজিস্টিক সহায়তা প্রদান এবং হামলায় গাইডের ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে। (Photo: AP)