Pahalgam Attack: সবুজ পাইনবনের পহেলগাঁওতে চলছে ঝাঁকে ঝাঁকে গুলি, রক্তের বন্যা! হঠাৎ পুলিশের কাছে ফোন! কে করেছিলেন সেই ফোন? সামনে এল পরিচয়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pahalgam Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
advertisement
1/10

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
advertisement
2/10
এলাকাটি পর্যটকদের কাছে ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে জনপ্রিয়। সবুজ বাগান ও পাহাড়ে ঘেরা উপত্যকায় মরসুম গমগম করে পর্যটকের ভিড়ে।
advertisement
3/10
জম্মু-কাশ্মীরের এই জায়গাটি পর্যটকের কাছে মনের আরাম খোঁজার জায়গা। আক্ষরিক অর্থে ছবির মতো সুন্দর এই জায়গায় সকলে উঠতে পারেন না।
advertisement
4/10
কারণ পহেলগাঁওয়ের বাজার এলাকা থেকে বেশ খানিকটা উঁচুতে প্রায় ৭-৮ কিলোমিটার ঘোড়ায় চড়ে বা ট্রেক করে উঠতে হয়। সেখানেই মঙ্গলবার হত্যালালী চালায় লস্করের শাখা সংগঠন টিআরএফ-এর জঙ্গিরা।
advertisement
5/10
সবুজে ঘেরা পহলগাঁওয়ের উপত্যকায় তখন ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন বহু পর্যটক৷ আচমকাই সেই পর্যটকদের লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি৷
advertisement
6/10
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেনা পোশাকে থাকা অন্তত দুই থেকে তিন জন জঙ্গি পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে৷ তাতেই মৃত্যু হয় অন্তত ২৬ জন পর্যটকের৷
advertisement
7/10
হঠাৎ করেই শোনা যায় মুহুর্মুহু গুলি চলার শব্দ। সঙ্গে ভেসে আসতে থাকে আর্ত চিৎকার।
advertisement
8/10
কে কোনদিকে পালাবে, কে গুলি চালাচ্ছে, কীভাবে বাঁচব এরকম নানা প্রশ্নের মাঝে তখন কে বাঁচাবে ভাবতেই ভুলে গেছিলেন সকলে।
advertisement
9/10
জানা গিয়েছে, পর্যটক এক মহিলাই ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম পুলিশকে ফোন করেন। তবে তিনি কে, নাম-পরিচয় কিছু জানা যায়নি।
advertisement
10/10
যাঁরা প্রাণে বেঁচে ফিরেছেন, তাঁদের বক্তব্য, ওই মহিলা সাহস করে ফোনটা না করলে আরও কত যে মৃত্যু হত কে জানে!