IN PICS: রাহুল গান্ধির ইফতার পার্টিতে উপস্থিত বিরোধী দল, মধ্যমণি প্রণব মুখোপাধ্যায়
Last Updated:
advertisement
1/16

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়ে ইফতার পার্টিতে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Photo: PTI)
advertisement
2/16
প্রণব মুখোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে নেই। কিন্তু, জাতীয় রাজনীতিতে এখন তিনিই যেন চুম্বক। (Photo: PTI)
advertisement
3/16
গত সপ্তাহে তিনি যান নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে ৷ আর এ বার রাহুল গান্ধির ইফতার পার্টিতে ৷ (Photo: News18)
advertisement
4/16
মোদি বিরোধী জোটকে শক্তিশালী করতে কোমর বেঁধে নেমেছেন রাহুল গান্ধি। রাহুল গান্ধির ইফতার পার্টিতে সীতারাম ইয়েচুরি (Photo: PTI)
advertisement
5/16
দিল্লির প্যালেস হোটেলে ইফতার পার্টি উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ প্রণব মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ৷ ছিলেন বিজেপি বিরোধী ফ্রন্টের নেতারা ৷ (Photo: PTI)
advertisement
6/16
বুধবারের ইফতার পার্টিতে রাহুলও কান পেতে শুনলেন প্রণবের কথা। জমজমাট পার্টির মাঝেই একান্তে বার্তালাপ করতে দেখা যায় রাহুল-প্রণবকে ৷ (Photo: PTI)
advertisement
7/16
ইফতার পার্টি শুরু হওয়ার কিছু পরে অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, সীতারাম ইয়েচুরি, কানিমোঝি, শরদ যাদব, বিএসপি নেতারাও (Photo: News18)
advertisement
8/16
রাহুল নিজেই ফোন করে প্রণবকে আমন্ত্রণ জানান। রাহুলের সেই আমন্ত্রণ গ্রহণ করে ইফতার পার্টিতে প্রাক্তন রাষ্ট্রপতি। এক টেবিলে রাহুল-প্রণব । (Photo: News18)
advertisement
9/16
সামনের বছর লোকসভা ভোট। তার আগে সুযোগ পেলেই যে কোনও ইস্যুতে গেরুয়া শিবিরকে আক্রমণ করছেন রাহুল গান্ধি । (Photo: PTI)
advertisement
10/16
এক টেবিলে রাহুল-প্রণব । ইফতার পার্টিতে রাহুলও কান পেতে শুনলেন প্রণবের কথা। (Photo: PTI)
advertisement
11/16
ইফতারে ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূতও ৷ (Photo: PTI)
advertisement
12/16
ইফতার পার্টি শুরু হওয়ার কিছু পরে অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, সীতারাম ইয়েচুরি, কানিমোঝি, শরদ যাদব, বিএসপি নেতারাও (Photo: PTI)
advertisement
13/16
ফতার পার্টিতে রাহুলও কান পেতে শুনলেন প্রণবের কথা।(Photo: News18)
advertisement
14/16
দিল্লির প্যালেস হোটেলে ইফতার পার্টি উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ (Photo: PTI)
advertisement
15/16
ইফতার পার্টিতে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, সীতারাম ইয়েচুরি, কানিমোঝি, শরদ যাদব, বিএসপি নেতারাও (Photo: PTI)
advertisement
16/16
দিল্লিতে এ দিনের ইফতার পার্টিতে সেই প্রণব মুখোপাধ্যায় কি কিছু টিপস দিলেন রাহুলকে ? তবে, এই সাক্ষাৎ প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসর সম্পর্কের তিক্ততা কি কিছুটা হলেও কমাতে পারল ? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷ (Photo: News18)