আগামী ৬ মাসের জন্য বাতিল ওলা ক্যাবের লাইসেন্স, চরম দূর্ভোগের আশঙ্কায় নিত্যযাত্রীরা
Last Updated:
advertisement
1/5

ভয়াবহ দূর্ভোগের মুখে পড়তে চলেছেন শহরের হাজার হাজার বাসিন্দা। প্রায় ৬ মাসের জন্য OLA ক্যাবের লাইসেন্স বাতিল করেছে কর্ণাটক পরিবহণ দফতর। এর ফলে সমস্যায় পড়তে পারেন বেঙ্গালুরু সহ কর্ণাটক রাজ্যের বাসিন্দারা। (ছবি: সংগৃহীত)
advertisement
2/5
পরিবহণ দফতর অভিযোগ বৈধ লাইসেন্স ছাড়াই কর্ণাটকের রাস্তায় বাইক ট্যাক্সি চালাচ্ছে OLA । সঠিক অনুমতি ছাড়াই বেঙ্গালুরুতে এই ট্যাক্সি চালাচ্ছিল OLA। (ছবি: সংগৃহীত)
advertisement
3/5
আনি টেকনোলজিস নামক এক সংস্থা যেটি OLA পরিচালনা করে, তার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। ১৮ মার্চ এই সংক্রান্ত নোটিস জারি করেছে পরিবহণ দফতর। (ছবি: সংগৃহীত)
advertisement
4/5
২০১৬ সালের সংশোধিত ১১(১) আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক পরিবহণ দফতর। এ বছরের ফেব্রুয়ারি মাস থেকেই বাইক ট্যাক্সি চালানো শুরু করেছি OLA। তবে পরিবহণ দফতরের মতে তারা এই সংক্রান্ত কোনও অনুমতি দেয়নি । (ছবি: সংগৃহীত)
advertisement
5/5
এর ফলে আগামী ৬ মাস কর্ণাটকের রাস্তায় চলবে না OLA ক্যাব। ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা । (ছবি: সংগৃহীত)