TRENDING:

Okhi90 Scooter: এটাই কি এখন দেশের সব থেকে সুন্দর স্কুটার! অনেকেই দেখে চোখ ফেরাতে পারছেন না

Last Updated:
Okinawa Autotech Okhi 90: যেমন দেখতে, তেমন পারফরম্যান্স এই স্কুটারের। ১০ সেকেন্ডে তুলতে পারবে শূন্য থেকে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি।
advertisement
1/5
এটাই কি এখন দেশের সব থেকে সুন্দর স্কুটার! অনেকেই দেখে চোখ ফেরাতে পারছেন না
ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট-এ Ola S1 Pro, Ather 450X, TVS iQube ইতিমধ্যে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই তিনটি মডেলকে কড়া টক্কর দিতে পারে Okhi90।
advertisement
2/5
Okhi90 আপাতত চারটি কালার অপশন-ও পাওয়া যাবে। লাল,নীল, সাদা ও ধূসর রঙের। থাকবে ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম হুইল। যা এই সেগমেন্টে প্রথম।
advertisement
3/5
৩৮০০ ওয়াট মোটর থাকবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্কুটারে একবার চার্জ দিলে সর্বোচ্চ ১৬০ কিমি পর্যন্ত চালানো যাবে।
advertisement
4/5
Okhi90 ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিমি গতি তুলতে পারবে বলে সংস্থা দাবি করেছে। মাত্র ১০ সেকেন্ডে ৯০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে।
advertisement
5/5
মিউজিক প্লে কন্ট্রোল, গাড়ির ব্যাটারি চার্জ স্ট্যাটাস, জিও-ফেন্সিং, ফাইন্ড মাই ভেহিকেল অপশন, ট্রিপ হিস্ট্রি, ড্রাইভার স্কোর, স্পিডিং অ্যালার্ট, নেভিগেশন-এর মতো ফিচার থাকবে। আর এই স্কুটারের লুক অসাধারণ।
বাংলা খবর/ছবি/দেশ/
Okhi90 Scooter: এটাই কি এখন দেশের সব থেকে সুন্দর স্কুটার! অনেকেই দেখে চোখ ফেরাতে পারছেন না
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল