Relationship news: বউ থাকতেও দুটো পরকীয়া! জেনে ফেলতেই ২ প্রেমিকার সাহায্যে ভয়ঙ্কর ঘটনা ঘটাল স্বামী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Extra Marital Affair: বিয়ের পরেও পরকীয়া থামাননি যুবক। বাড়িতে বউ থাকতেও চলছিল আরও দুটো প্রেম। কিন্তু এই পরকীয়ার বিষয় জেনে ফেলেছিলেন বউ। তার পরেই নির্মম পরিণতি স্ত্রীর।
advertisement
1/5

বিয়ের পরেও পরকীয়া থামাননি যুবক। বাড়িতে বউ থাকতেও চলছিল আরও দুটো প্রেম। কিন্তু এই পরকীয়ার বিষয় জেনে ফেলেছিলেন বউ। শেষ পর্যন্ত দুই প্রেমিকার সাহায্য নিয়ে বউকেই খুন করলেন যুবক, এমনটাই অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।
advertisement
2/5
অভিযুক্ত যুবকের নাম প্রদ্যুম্ন কুমার দাস। অসুস্থ অবস্থায় তিনি তাঁর স্ত্রী শুভশ্রীকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যান, সেই সঙ্গে দাবি করেন স্ত্রী শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রতীকী ছবি।
advertisement
3/5
হাসপাতালে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই বিষয় নিয়ে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। শুধু তাই নয়, মহিলার দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়। প্রতীকী ছবি।
advertisement
4/5
পরে ময়নাতদন্তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, জোর করে অতিরিক্ত পরিমাণে চেতনানাশক ওষুধ মৃত মহিলার শরীরের ইনজেক্ট করে খুন করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
5/5
অভিযুক্ত যুবক প্রদ্যুম্ন করে পরে জেরা করে তাঁর অন্য দুই প্রেমিকার খোঁজ পায় পুলিশ। জানা গিয়েছে, পরকীয়া কথা জানার পরেই স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তি হত। যদিও ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রতীকী ছবি।