TRENDING:

Gold Mine: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..

Last Updated:
Odisha Gold Mines: এক আধিকারিক জানান, জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম অত্যন্ত উচ্চমানের। পরিমাণেও অনেকটাই বেশি। প্রায় ৫.৯ মিলিয়ন টন। মজুত লিথিয়ামের নিরিখে চিনকে পিছনে ফেলে দিতে পারে ভারত। আর তারপরেই ভারতে নতুন ৯টি সোনার খনির খোঁজ মিলল। (পিটিআই)
advertisement
1/6
দারুণ খবর! ভারতের ৯ জায়গায় সোনার খনির খোঁজ! জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার
জম্মু ও কাশ্মীরের কাশ্মীর ভ্যালিতে লিথিয়াম, অর্থাৎ, সাদা সোনার খোঁজ তো আগেই মিলেছিল। এবার আরও এক রাজ্যের মন্ত্রী সন্ধান দিলেন সোনার আরও খনির। (এএফপি ছবি)
advertisement
2/6
কিছু দিন আগে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের ভাণ্ডার খুঁজে বের করে। এই ধাতু বৈদ্যুতিক যান এবং সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত হয়। (পিটিআই)
advertisement
3/6
লিথিয়াম একটি বিরল ধাতু। এর আগে এটি ভারতে পাওয়া যায়নি। এমন লিথিয়াম খনির খোঁজ ভারতে প্রথম। সেই কারণে ভারতকে ১০০ শতাংশ লিথিয়ামই অন্য দেশ থেকে আমদানি করতে হতো। এখন GSI-এর সমীক্ষায় দেখা গিয়েছে যে, বৈষ্ণোদেবীর মন্দিরের পাদদেশে অবস্থিত সালাল গ্রামে (রিয়াসি জেলা) লিথিয়ামের মজুত রয়েছে। (পিটিআই)
advertisement
4/6
এক আধিকারিক জানান, জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম অত্যন্ত উচ্চমানের। পরিমাণেও অনেকটাই বেশি। প্রায় ৫.৯ মিলিয়ন টন। মজুত লিথিয়ামের নিরিখে চিনকে পিছনে ফেলে দিতে পারে ভারত। আর তারপরেই ভারতে নতুন ৯টি সোনার খনির খোঁজ মিলল। (পিটিআই)
advertisement
5/6
ওড়িশার ইস্পাত ও খনি মন্ত্রী প্রফুল্ল মল্লিক সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন যে ওড়িশার তিনটি জেলার বিভিন্ন জায়গায় সোনার খনি পাওয়া গেছে। ঢেঙ্কনালের বিধায়ক সুধীর কুমার সামালের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "খনি অধিদফতর এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এর সমীক্ষায় দেওগড়, কেওনঝড় এবং ময়ুরভঞ্জের মতো তিনটি জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।" কিন্তু, কোথায় কোথায় আছে সেই খনি?(এএফপি ছবি)
advertisement
6/6
মন্ত্রী জানান, কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলার চারটি করে জায়গায় এবং দেওগড় জেলার একটি জায়গায় এই সোনার খনি মিলেছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Gold Mine: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল