advertisement
1/6

ধেয়ে আসছে ফণী। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণী। ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। ৩ মে ওড়িশায় আছড়ে পড়ার আশঙ্কা ফণীর।
advertisement
2/6
সমস্ত অবস্থার জন্য তৈরি প্রশাসন ৷ বিপর্যয়ের মোকাবিলায় বাতিল করা হল কিছু সরকারি কর্মীদের ছুটি ৷
advertisement
3/6
১৫ মে পর্যন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল ওড়িশা সরকার
advertisement
4/6
যারা ইতিমধ্যেই ছুটিতে রয়েছেন,তাদের ছুটি বাতিল করে তলব ৷ এদিনের মধ্যে হাজিরার নির্দেশ ৷ ভদ্রকে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল
advertisement
5/6
পুরীতে ইতিমধ্যেই আর পর্যটক আসতে না করে দেওয়া হয়েছে ৷ এই মুহূর্তে যে পর্যটকরা আটকে রয়েছেন তাদের জন্য অর্থাৎবাঙালি পর্যটকের ফেরানোর উদ্যোগ৷ File Photo
advertisement
6/6
পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন আগামিকাল দুপুর ১২টায় ছাড়বে৷ পুরী স্টেশন থেকে দুপুরে ট্রেন ছেড়ে রাত ৯টায় পৌঁছবে শালিমারে ৷ এছাড়া আরও ৩টি স্পেশাল ট্রেন চলবে ৷ ট্রেনগুলি চলবে হাওড়া-ভুবনেশ্বরের মধ্যে ৷ File Photo