কারও ছেলে, কারও স্বামী, দেখে চেনাই যাচ্ছে না! ১০১টি মৃতদেহের 'পরিচয়' নেই
- Published by:Suman Majumder
Last Updated:
Coromandel express accident: করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যুর পরও এমন অবস্থা! পরিবারের লোকজন ঘুরছেন হন্যে হয়ে।
advertisement
1/6

রেলের তরফে জানানো হয়েছে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৭৫ জন। আহত এক হাজার মানুষ। তবে এবার রেল জানাচ্ছে, ১০১টি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।
advertisement
2/6
রেল জানিয়েছে, ওড়িশার বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০ জন়ের চিকিৎসা এখনও চলছে। তবে ৯০০ জন যাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
3/6
মোট ২৭৫ জন মৃতদেহের মধ্যে ১০১ জনকে শনাক্ত করা যায়নি। বহু শবদেহএখনও পরিবারের হাতে তুলে দেওয়া যায়নি বলেও জানা গিয়েছে।
advertisement
4/6
৫৫টি মৃতদের শনাক্ত করেছে পরিবারের লোকজন। সেগুলি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে রেলের তরফে। আরও ৮০ টি মৃতদেহে প্রবল ক্ষত থাকলেও সেগুলি চিহ্ণিত করা হয়েছে।
advertisement
5/6
রেলের তরফে জানানো হয়েছিল, করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্য়া ২৭৮। তবে ওড়িশা সরকার জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭৫।
advertisement
6/6
ইতিমধ্যে আহতরা ক্ষতিপূরণের টাকা পেয়েছে বলে দাবি করেছিলেন রেলমন্ত্রী। আহতদের জন্য রিলিফ ট্রেন চালিয়েছিল রেল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্র্যাক সারিয়ে ফের ট্রেন চলাচলও শুরু হয়েছে।