Coromandel Express Train Accident: একসঙ্গে তালগোল পাকিয়ে তিনটি ট্রেন, বেজে চলেছে মোবাইল! কীভাবে ভয়াবহ দুর্ঘটনা, এখনও ধোঁয়াশা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
advertisement
1/8

রেল লাইনের উপরে পর পর ছড়িয়ে দুমড়ে মুচড়ে যাওয়া একের পর এক কামরা৷ ছড়িয়ে রয়েছে অভিশপ্ত ট্রেনের যাত্রীদের কাটা হাত, পা, মাথা! ওড়িশার বালাসোরের কাছে ভয়াবহ দুর্ঘটনাস্থলের ছবিটা এমনই৷
advertisement
2/8
কতবড় মাপের দুর্ঘটনা ঘটেছে, তা যেন এই ছবিই বলে দিচ্ছে৷ শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় আড়াশো ছুঁই ছুঁই৷ দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রেল লাইনের ধারেই চাদর দিয়ে ঢাকা রয়েছে সার সার মৃতদেহ৷
advertisement
3/8
শুক্রবার সন্ধ্যায় শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস পিছন থেকে একটি মালগাড়িতে ধাক্কা মারে৷ তার জেরে লাইনচ্যুত হয় গোটা ট্রেনটি৷
advertisement
4/8
সেই সময় করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা পাশের ডাউন লাইনে গিয়ে পড়ে৷ সেই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগে বেলাইন হয় উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু- হাওড়া হমসফর এক্সপ্রেস৷
advertisement
5/8
উদ্ধারকাজে একযোগে কাজ করছে ওড়িশা পুলিশ, রেল পুলিশ, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, নামানো হয়েছে সেনাও৷
advertisement
6/8
কামরার মধ্যে এখনও বহু যাত্রী আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ স্নিফার ডগ দিয়ে আটকে থাকা যাত্রীদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা৷
advertisement
7/8
যে যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের দেহ দুর্ঘটনাস্থলে রেল লাইনের উপরেই চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে৷
advertisement
8/8
মৃতদেহের পাশেই রাখা রয়েছে অনেক যাত্রীর মোবাইল ফোন৷ উদ্বিগ্ন পরিজনরা দুর্ঘটনার খবর পেয়ে ক্রমাগত তাঁদের ফোন করে চলেছেন৷ কিন্তু বেজেই চলেছে সেই ফোন৷